অরূপ বসাক, জলপাইগুড়ি: দিন কয়েক আগের ঘটনা। ডুয়ার্সে লাটাগুড়িতে জাতীয় সড়কে হাতির সঙ্গে সেলফি তুলে গিয়ে মারা গিয়েছিলেন এক যুবক। আর এবার হাতির রোষের মুখে পড়ে প্রাণ গেল একটি পূর্ণবয়ষ্ক চিতাবাঘের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালবাজারের বেদগুড়ি চা বাগানে। চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বন দপ্তর।
[শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও এক রয়্যাল বেঙ্গল]
পাহাড়, জঙ্গলে ঘেরা সুন্দরী ডুয়ার্স। এখনকার লোকালয় ও চা বাগানগুলিতে হাতি, চিতাবাঘের মতো বন্যপ্রাণীদের আনাগোনা লেগেই থাকে। মুহূর্তের অসতর্কতায় বেঘোরে প্রাণ যায় নিরীহ মানুষদের। আবার চলন্ত ট্রেনের সামনে পড়ে গিয়ে হাতির মৃত্যুর ঘটনাও বিরল নয়। কিন্তু, শনিবার গভীর রাতে মালবাজারে বেদগুড়ি চা-বাগানে যা ঘটেছে, তা আগে কখনও ঘটেনি বলেই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঠিক কী? শ্রমিকদের দাবি, রবিবার গভীর রাতে বেদগুড়ি চা-বাগানে ঢুকে পড়েছিল হাতির দল। বাগানে ঘাপটি মেরে বসেছিল এক চিতাবাঘও। হাতির ভয়ে প্রথমে একটি গাছে উঠে পড়ে চিতাবাঘটি। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। শুঁড় দিয়ে চিতাবাঘটিতে গাছ থেকে নামিয়ে মাটিতে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। রবিবার সকালে বেদগুড়ি চা-বাগানে চিতাবাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। খবর দেওয়া হয় বন দপ্তরে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন বনকর্মীরা। মালবাজারের রেঞ্জার দুলাল দে জানান, মৃত প্রাণীটি একটি পূর্ণবষস্ক পুরুষ চিতাবাঘ। তবে কীভাবে প্রাণীটি মারা গেল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
[হনুমান ধরার দাবিতে পথ অবরোধ, ঘুম ছুটেছে বন দপ্তরের]
The post এক আছাড়েই খতম চিতাবাঘ, ডুয়ার্সের চা-বাগানে নয়া আতঙ্ক ঘাতক হাতির দল appeared first on Sangbad Pratidin.
