shono
Advertisement
Purulia

বাঁকুড়া থেকে দলছুট দাঁতাল পুরুলিয়ার জঙ্গলে, হাতির হামলায় মৃত্যু বৃদ্ধের

এলাকায় হাতিটির উপস্থিতি জানা গেলেও তাকে ট্র্যাক করতে পারেননি বনকর্মীরা।
Published By: Paramita PaulPosted: 01:36 PM May 04, 2025Updated: 01:36 PM May 04, 2025

অমিতলাল সিংদেও, মানবাজার: সাতসকালে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা থানার দলহা গ্রামে। বাঁকুড়া থেকে দলছুট হাতিটি রাতে পুরুলিয়ায় ঢুকেছিল। গাছ কাটার সময় বৃদ্ধের উপর চড়াও হয় সেটি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাহাদুর মাহাত। বয়স ৭৫ বছর। তাঁর বাড়ি দলহা গ্রামেই। শনিবার বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ির জঙ্গলে দিনভর আশ্রয় নিয়েছিল দলছুট ওই হাতিটি। একেবারে পুরুলিয়া জেলার সীমানা ঘেঁষা ওই এলাকা থাকায় সতর্ক ছিল কংসাবতী উত্তর বন বিভাগের রঘুনাথপুর ও কাশিপুর রেঞ্জের বন কর্মীরা। তবে শনিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে ওই হাতিটি হুড়া থানার কালিয়াবাসা হয়ে পুরুলিয়ায় ঢোকে। তার পর মধ্যরাতে পুঞ্চা রেঞ্জের জুনারবাড়ি চলে আসে। ওই এলাকায় হাতিটির উপস্থিতি জানা গেলেও তাকে ট্র্যাক করতে পারেননি বনকর্মীরা।

হাতির হামলায় মৃত্যু বৃদ্ধের। ছবি: অমিতলাল সিংদেও

এরপরেই এদিন ভোরে একেবারে পুঞ্চা রেঞ্জ অফিসের কয়েকশো মিটার পাশ দিয়ে হাতিটি পৌঁছায় ব্লক কার্যালয়ের পেছনে দলহা গ্রামে। সেখানে গাছ কাটার সময় বাহাদুর মাহাতোকে লাথি মারে হাতিটি। পরে জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। কংসাবতী উত্তর বনবিভাগের ডিএফও মুদিতকুমার বলেন, "পুঞ্চায় হাতির হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সরকারি বিধি মোতাবেক ওই পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।"

অন্যদিকে হাতিটি ঘটনার পর হাতিটি সেখান থেকে একাধিক লোকালয় হয়ে কংসাবতী দক্ষিণ বনবিভাগের মানবাজারের ১ রেঞ্জের কংসাবতী নদী পেরিয়ে হাতিটি জিতুজুড়ি গ্রামের অদূরে জঙ্গলে আশ্রয় নিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের।
  • বাঁকুড়া থেকে দলছুট হাতিটি রাতে পুরুলিয়ায় ঢুকেছিল।
  • গাছ কাটার সময় বৃদ্ধের উপর চড়াও হয় সেটি।
Advertisement