shono
Advertisement

শব্দ শুনে বাড়ির বাইরে বের হওয়াই কাল, বৃদ্ধকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল হাতি

বোমাপটকা ফাটিয়ে হাতিটিকে তাড়ানো হয়।
Posted: 04:27 PM Aug 26, 2023Updated: 04:27 PM Aug 26, 2023

অরূপ বসাক, মালবাজার: শব্দ শুনে বাড়ির বাইরে বের হওয়াই কাল। শুঁড়ে তুলে বৃদ্ধকে আছড়ে মারল বুনো হাতি। শুক্রবার গভীর রাতে অপ্রীতিকর ঘটনাটি ঘটে মালবাজারের গ্রামে। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

Advertisement

শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১ নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার হৃদয়পুর ঠুকরুলাইনে বুনো হাতি ঢুকে পড়ে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে, ওই বৃদ্ধর নাম সুকরা উরাও। বয়স ৬১ বছর। স্থানীয় ও পুলিস সুত্রেই জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ সুকরা উরাও বাড়ির বাইরে কিছু একটা শব্দ শুনতে পান তিনি। কী ঘটছে দেখার জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাতেই ঘটে যায় বিপদ।

[আরও পড়ুন: ‘মুসলিম সহপাঠীকে পেটাও’, যোগীরাজ্যের শিক্ষিকার ‘নির্লজ্জ’কাণ্ডে গ্রেপ্তারের দাবি স্বরা-প্রকাশদের]

বাড়ির বাইরে বেরিয়ে হাতির সামনে পড়ে যান। হাতিটি তাঁকে কাছে পেয়ে ধরে ফেলে। শুঁড় দিয়ে শুন্যে তুলে আছাড় মারে। স্থানীয়রা টের পেয়ে বোমপটকা ফাটিয়ে হাতিটিকে তাড়িয়ে দেয়। এদিকে খবর পেয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা এসে শুকরা উরাওকে উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন: বাবুলের তো খোঁজই পাওয়া যায় না! বিধানসভায় পর্যটন মন্ত্রীকে ভর্ৎসনা স্পিকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement