shono
Advertisement

ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে! পুলিশের জালে মাধ্যমিক পরীক্ষার্থী

টেস্টে অকৃতকার্য হওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে ধৃত পড়ুয়া। The post ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে! পুলিশের জালে মাধ্যমিক পরীক্ষার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 AM Feb 19, 2020Updated: 10:54 AM Feb 19, 2020

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মাধ্যমিকের প্রথমদিনেই পুলিশের জালে ভুয়ো পরীক্ষার্থী। জানা গিয়েছে, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় অ্যাডমিট জাল করে মাধ্যমিক দিতে বসেছিল সে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার করা হয় ওই পড়ুয়াকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, অন্ডালের কাজোরা রেলগেটের বাসিন্দা বছর সতেরোর রোহিত মিশ্র। খাস কাজোরা হাইস্কুলের পড়ুয়া সে। টেস্টে অকৃতকার্য হয় রোহিত। তা সত্ত্বেও মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে কজোরা হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে হাজির হয় সে। পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানানো হয়। প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস জানান পরিদশর্ককে। এরপরই পরিদর্শক রোহিতের অ্যাডমিট কার্ড পরীক্ষা করতেই ধরা পড়ে বিষয়টি। তার অ্যাডমিটে থাকা রোল নম্বর মিলে যায় ওই স্কুলেরই এক ছাত্রের সঙ্গে। এরপরই পরিদর্শকের নির্দেশে প্রধান শিক্ষিকা অন্ডাল থানার পুলিশকে তলব করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

[আরও পড়ুন: ভুল অ্যাডমিট নিয়েই মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পড়ুয়া, ত্রাতার ভূমিকায় পুলিশ কাকু]

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। কাজোরা হাই স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস জানান, “ওই ছাত্র অ্যাডমিট কার্ড নকল করেছিল। তাই তার নামে থানায় অভিযোগ করা হয়েছে।” দুর্গাপুর মহকুমার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক কলিমুল হক জানান, “স্কুল থেকে অভিযোগ আসার পরই আমরা তদন্ত শুরু করি। সংশ্লিষ্ট স্কুলের কাছে জানতে পারি ওই ছাত্র মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্মই ভরেনি। আমরা কলকাতায় মধ্যশিক্ষা পর্ষদেও যোগাযোগ করি। তারাও জানায় ওই নামে কোনও রেজিস্ট্রেশন হয়নি। এরপরই স্কুলকে আইনত পদক্ষেপ নিতে বলা হয়।” আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি–১ (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “ওই নাবালক ছাত্রকে নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তোলার পর হেফাজতে নেওয়া হবে। কোথা থেকে এই জাল নথি সে সংগ্রহ করেছে তা জানা হবে।” প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্ডালের কোনও সাইবার কাফে থেকে রোহিত এই জাল অ্যাডমিট কার্ড তৈরী করেছিলো।

The post ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে! পুলিশের জালে মাধ্যমিক পরীক্ষার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement