shono
Advertisement

কর্মস্থলে যাওয়ার পথে কাকা ও ভাইপোকে পিষে দিল বাস

বাইকে কর্মস্থলে যাচ্ছিলেন নির্মল ভক্ত ও তাঁর ভাইপো সুশান্ত। The post কর্মস্থলে যাওয়ার পথে কাকা ও ভাইপোকে পিষে দিল বাস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:43 PM Dec 04, 2018Updated: 06:43 PM Dec 04, 2018

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: বাইকে চেপে কর্মস্থলে যাচ্ছিলেন কাকা ও ভাইপো। মাঝ রাস্তায় বাসের চাকা পিষে দিল দু’জনকেই। ঘটনাস্থলেই মারা গেলেন তাঁরা। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নদিয়ার পলাশিপাড়ার খড়ের মাঠ এলাকায়।

Advertisement

[ চোর সন্দেহে কিশোরকে বেধড়ক মার ফল বিক্রেতার]

নদিয়ার নাকাশিপাড়ায় বিলকুমারী এলাকায় থাকতেন নির্মল ভক্ত। তাঁর ভাইপো সুশান্ত ভক্তের বাড়ি পলাশিপাড়ার অভয়নগরে। পরিবারের লোকেরা জানিয়েছেন, কর্মসূত্রে বহরমপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন কাকা ও ভাইপো। বাড়িতে আসতেন সাপ্তাহিক ছুটির দিনে। এ সপ্তাহেও যথারীতি বাড়িতে এসেছিলেন নির্মল ও সুশান্ত। মঙ্গলবার সকালে বাইকে নিয়ে ভাইপোর বাড়িতে যান কাকা। ভাইপোকে বাইকে বসিয়ে পলাশি স্টেশনের উদ্দেশে রওনা দেন নির্মল। পলাশি স্টেশন থেকে ট্রেনে বহরমপুর যাওয়ার কথা ছিল কাকা ও ভাইপোর। তাঁদের সঙ্গে ছিল রান্নার সরঞ্জাম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পলাশিপাড়া থানার খড়ের মাঠ এলাকায় বেতাই পলাশি রোডে বাইকে সজোরে ধাক্কা মারে একটি বাস। রাস্তায় ছিটকে পড়েন নির্মল ও সুশান্ত।তাঁদের পিষে দিয়ে চলে যায় বাসটি। পলাশিপাড়া হাসপাতালে নিয়ে গেলে, দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে সাতসকালে এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পলাশিপাড়ার খড়ের মাঠ এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের চালক ও খালাসি পলাতক। এলা্কায় নেমে এসেছে শোকের ছায়া।

[ পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুন, পলাতক স্বামী]

The post কর্মস্থলে যাওয়ার পথে কাকা ও ভাইপোকে পিষে দিল বাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement