shono
Advertisement

মারধরে এক এক করে তিন সন্তানের মৃত্যু, অবশেষে পুরুলিয়ায় গ্রেপ্তার মদ্যপ বাবা

আরেকটি সন্তান এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
Posted: 09:36 AM Jul 27, 2023Updated: 09:36 AM Jul 27, 2023

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: অবশেষে গ্রেপ্তার সেই মদ্যপ বাবা। ‘গুণধর’ বাবার পিটুনিতে এক এক করে তিন সন্তানের মৃত্যু হয়। বেঁচে থাকা আর মাত্র একটি সন্তান ঝাড়খণ্ডের রাঁচির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের এই ঘটনায় এমন বাবার ‘ফাঁসি’ চেয়েছেন এলাকার মানুষ। এর মধ্যেই বুধবার রাতে পুরুলিয়া শহর এলাকা থেকে অভিযুক্ত বাবা প্রভাস মাহাতোকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”

Advertisement

গত শুক্রবার রাতে আকণ্ঠ মদ পান করে বাড়ি এসেছিলেন ওই মদ্যপ বাবা। স্ত্রী সেই মদ খাওয়ার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। সেই সময় স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে যান। আর তখনই ক্ষোভ আছড়ে পড়ে সন্তানদের ওপর। চার সন্তানকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ। তাছাড়া তাদেরকে মাটিতে আছাড় মারে। এরপরেই সে ঘর থেকে পালিয়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েদের চিল চিৎকারে পড়শিরা তাদের বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে চার সন্তান।

[আরও পড়ুন: হিডকোর প্লট বিক্রি প্রতারকচক্রের! রেজিস্ট্রেশনের পর আটকাল মিউটেশনে]

সঙ্গে সঙ্গে এলাকার মানুষ টামনা থানার পুলিশকে জানিয়ে ওই সন্তানদেরকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক সন্তানের মৃত্যু হয়। এরপর শনিবার রাতে মৃত্যু হয় আরেক সন্তানের। ফের রবিবার রাতে আরেকজনের মৃত্যু হয়। এই ঘটনায় পুরুলিয়া মফস্বল থানার চাকড়া গ্রামের বাসিন্দা অভিযুক্তের শ্যালক পদ্মলোচন মাহাতো গত ২২ জুলাই লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ। এরপর বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: বিনা বাধায় শিল্পপতিদের হাতে যাবে বনভূমি! লোকসভায় পাশ নতুন বন সংরক্ষণ বিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement