shono
Advertisement
Malda

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশন, বাজি ফাটাতে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন

মাথায় হাত ব্যবসায়ীদের।
Published By: Sayani SenPosted: 09:12 AM Mar 10, 2025Updated: 09:35 AM Mar 10, 2025

বাবুল হক, মালদহ: ২৫ বছরের বদলা। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। টানটান উত্তেজনার ম্যাচ শেষে স্বাভাবিকভাবে জয়োল্লাসে মেতে ওঠেন প্রায় সকলে। বাজি, পটকা ফাটিয়ে সাফল্য উদযাপন করেন কেউ কেউ। আর তারই মাঝে অঘটন। বাজি ছিটকে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন। ক্ষতিগ্রস্ত কমপক্ষে দুই-তিনটি দোকান।

Advertisement

মালদহের ফোয়ারা মোড়ে রয়েছে হকার্স মার্কেট। সেখানে একাধিক দোকানপাট রয়েছে। ব্যবসায়ীদের দাবি, রবিবার রাতে ভারতের জয়ের পরই স্থানীয়রা হকার্স মার্কেটের সামনে জড়ো হন। ভারতের জয়ের আনন্দে বাজি ফাটাতে শুরু করেন তাঁরা। আচমকা আগুনের ফুলকি একটি দোকানে পড়ে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের মোট তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের।

প্রসঙ্গত, ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেবার আইসিসি নকআউট ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়িরা। ২৫ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ম্যাচের সেরাও টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাই ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ভারতীয় দলকে শুভেচ্ছা পাঠাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ সকলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশন।
  • বাজি ফাটাতে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন।
  • মাথায় হাত ব্যবসায়ীদের।
Advertisement