shono
Advertisement
Firhad Hakim on Humayun Kabir

৬ ডিসেম্বর বাবরি শিলান্যাসে অনড় হুমায়ুন, 'মানুষকে ধর্মান্ধ করে রাখতে চাইছেন?' প্রশ্ন ফিরহাদের

'নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে ১৩৫ আসনে প্রার্থী দেব', হুঙ্কার হুমায়ুন।
Published By: Tiyasha SarkarPosted: 01:09 PM Dec 04, 2025Updated: 03:22 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবিরোধী কাজ, ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে আজ, বৃহস্পতিবারই ভরতপুরের বিধায়ককে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) সাসপেন্ড করেছে তৃণমূল। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বেলডাঙায় যে বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা, তার ভবিষ্যৎ কী? সাসপেনশনের পর কোন পথে হাঁটবেন হুমায়ুন? দলের সিদ্ধান্তর কথা জানার পরই হুমায়ুন বুঝিয়ে দিলেন, নিজের অবস্থানে অনড় তিনি। জানালেন, ৬ ডিসেম্বর অর্থাৎ সংহতি দিবসেই বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে। এদিকে তৃণমূলের তরফে ফিরহাদের (Firhad Hakim) প্রশ্ন, "স্কুল-কলেজ তৈরি করতে পারতেন। মসজিদ কেন? মানুষকে ধর্মান্ধ করে রাখতে চাইছেন?"

Advertisement

তৃণমূল বরাবর অভিযোগ করেছে বিজেপি ধর্মের রাজনীতি করছে। হুমায়ুন কবীরের আচরণেও সেই প্রবণতাই দেখেছে দল। এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, “কেউ কোথাও নিজের টাকায় মসজিদ করলে করতেই পারেন। কিন্তু দলের বিধায়ক সংহতি দিবসের তারিখটাকেই বেছে নিলেন শিলান্যাসের জন্য? কেন? আপনি তো স্কুল-কলেজও করতে পারতেন। দেশের মানুষ বাংলার মানুষ কি শুধু এইসব ধর্মান্ধতা নিয়েই থাকবে? এগিয়ে যাবে না?” এখানেই শেষ নয়। নিজের প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন, "আমিও চেতলার একটি মসজিদের মুতওয়াল্লি। সেই বিষয় নিয়ে কারও কোনও আপত্তি নেই, নেই কোনও সাম্প্রদায়িক উস্কানি। কিন্তু একটি মসজিদ নির্মাণের কথা বলে যেভাবে ধর্মীয় ভাবাবেগকে উসকানি দেওয়া হচ্ছে, তা আমাদের মতো রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।"

যদিও দলের এই সিদ্ধান্তে এক বিন্দুও বিচলিত নন বলেই দাবি হুমায়ুনের। তাঁর হুঁশিয়ারি, এভাবে তাঁকে দমিয়ে রাখা যাবে না। ঘোষণা মতোই বেলডাঙায় মসজিদের শিলান্য়াস হবে। পাশাপাশি নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে ১৩৫ আসনে প্রার্থী দেবেন বলেও দাবি করলেন হুমায়ুন। হুঁশিয়ারি দিলেন, দেখে নেওয়ার। এই সাসপেন্ডের আদৌ কোনও প্রভাব পড়বে ছাব্বিশের নির্বাচনে? উত্তর মিলবে ভোটবাক্সে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলবিরোধী কাজ, ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে আজ, বৃহস্পতিবারই ভরতপুরের বিধায়ককে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বেলডাঙায় যে বাবরি মসজিদের ভবিষ্যৎ কী? সাসপেনশনের পর কোন পথে হাঁটবেন হুমায়ুন? দলের সিদ্ধান্তর কথা জানার পরই হুমায়ুন বুঝিয়ে দিলেন, নিজের অবস্থানে অনড় তিনি।
  • জানালেন, ৬ ডিসেম্বর অর্থাৎ সংহতি দিবসেই বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে।
  • এদিকে তৃণমূলের তরফে ফিরহাদের প্রশ্ন, "স্কুল-কলেজ তৈরি করতে পারতেন। মসজিদ কেন? মানুষকে ধর্মান্ধ করে রাখতে চাইছেন?"
Advertisement