shono
Advertisement

নোট বাতিলের পর ফের ঐতিহাসিক ভুল কেন্দ্রের, GST নিয়ে সরব মমতা

জিএসটি চালুতে মোদির মধ্যরাতের অনুষ্ঠান বয়কট মমতার। The post নোট বাতিলের পর ফের ঐতিহাসিক ভুল কেন্দ্রের, GST নিয়ে সরব মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 PM Jun 28, 2017Updated: 08:46 AM Jun 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে গোনা আর দু’টো দিন। তারপরই চালু হতে চলেছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। আর এ নিয়ে তীব্র সমালোচনায় মুখর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন যেভাবে তড়িঘড়ি করে জিএসটি চালু করা হচ্ছে, তাতে নোট বাতিলের পর আরও একটা ঐতিহাসিক ভুল করতে চলেছে কেন্দ্র।

Advertisement

আধার-প্যান যোগ বাধ্যতামূলক, হাতে সময় মাত্র ২ দিন  ]

এর আগে জিএসটি-কে সমর্থনই জানিয়েছিলেন মমতা। সে কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জিএসটি চালু করার পক্ষেই ছিলেন তিনি। কিন্তু এর জন্য আরও খানিকটা সময় চেয়েছিলেন, যাতে জিএসটি চালু হলেও রাজ্যগুলি কোনও সমস্যায় না পড়ে। কিন্তু কোনওরকম দাবি দাওয়ায় কর্ণপাত না করেই একতরফা ভাবে জিএসটি চালু করতে চলেছে কেন্দ্র। আর ৬০ ঘণ্টাও সময় নেই জিএসটি চালু হওয়ার, অথচ এখনও তৈরি নয় রাজ্যগুলি। দেশের অর্থনীতিও এখন জিএসটি-র জন্য তৈরি নয়। অথচ এর মধ্যেই জিএসটি চালু করতে বদ্ধপরিকর কেন্দ্র। তা নিয়েই কড়া সমালোচনা করেছেন মমতা। দেশে ইতিমধ্যেই বস্ত্রশিল্পে পড়েছে বনধের ছায়া। মারাত্মক সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওষুধের মতো অত্যাবশকীয় জিনিস বাজারে অমিল হয়েছে। জিএসটি চালু করার জন্য যে পরিকাঠামো দরকার তাও নেই বলে অভিযোগ মমতা। এত তাড়াহুড়ো করে জিএসটি চালু করার জন্য তাই ক্ষুব্ধ মমতা। অন্যান্যদের দাবিতে কান না দিয়ে যেভাবে কেন্দ্র এই পরিষেবা চালু করতে চলেছে তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেই হস্তক্ষেপ হচ্ছে বলে অভিযোগ মমতার। আর তাই যে জিএসটি-কে তিনি গোড়াতে সমর্থন জানিয়েছিলেন সে অনুষ্ঠানই বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মধ্যরাতে অনুষ্ঠান করে ১ জুলাই জিএসটি চালু করার কথা কেন্দ্রের। কিন্তু সে অনুষ্ঠানে তৃণমূল যে অংশ নিচ্ছে না, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

The post নোট বাতিলের পর ফের ঐতিহাসিক ভুল কেন্দ্রের, GST নিয়ে সরব মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement