সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : হাই রোডের ধার থেকে উদ্ধার হল এক যুবকের পোড়া, নগ্ন মৃতদেহ। পুলিশের অনুমান, দিন তিনেকের পুরনো এই মৃতদেহটি। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কল্যাণী হাই রোড সংলগ্ন বন্দিপুর বিলের ধার থেকে দেহটি উদ্ধার হয়।
দুপুরের পর থেকেই পথচারীদের নাকে দুর্গন্ধ আসছিল। বিকেলের পর থেকে সে গন্ধ আরও প্রকট হয়। তাঁরাই মৃতদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশের অনুমান, মৃত ওই যুবকের বয়স তিরিশের কাছাকাছি। দিন তিনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। দেহের উপরের অংশের বেশিরভাগই পুড়ে গিয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহের পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে বলে ঘোলা থানার পুলিশ জানিয়েছে।
হাতে গন্ধের ভয়ে পেঁয়াজ, রসুন কাটবেন না! হয় নাকি?
The post হাই রোডের ধারে উদ্ধার যুবকের দগ্ধ মৃতদেহ appeared first on Sangbad Pratidin.
