shono
Advertisement
Purulia

শুকনো মেঝেতে পায়ের ছাপ! 'ভূতে'র ছবি তুললেই মিলবে ৫ লক্ষ, ঘোষণা বিজ্ঞান মঞ্চের

পড়ুয়াদের ভীতি ভাঙাতে স্কুলে বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
Published By: Sucheta SenguptaPosted: 09:40 PM Jan 10, 2026Updated: 09:48 PM Jan 10, 2026

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: স্কুলের বাথরুমের শুকনো মেঝেতে পায়ের ছাপ। দেওয়াল জুড়ে হাতের ছাপে ভর্তি। যে শ্রেণিকক্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নেওয়া হয়। সেই ক্লাসরুমের জানালায় তাকালেই সবসময় দুলতে থাকে বাঁশঝাড়! এমন সব অলৌকিক কাণ্ডে হুলস্থুল বেঁধেছে পুরুলিয়া ২ নম্বর ব্লকের গেঙাড়ার কাছে লাটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই ওই প্রাথমিক বিদ্যালয়ে ভূতের আতঙ্ক দানা বেঁধেছে যে ওই শ্রেণিকক্ষে যেতেই চাইছে না কোনও পড়ুয়া। না আনা যাচ্ছে বই-খাতা, না আনা যাচ্ছে খাবারের টিফিন কৌটো। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই ক্লাসরুম ছাড়লেই পড়ুয়ারা বেরিয়ে যাচ্ছে। তারপর যতক্ষণ না সেখানে শিক্ষক-শিক্ষিকারা ঢুকছেন একজন ছাত্রছাত্রীও ওই শ্রেণিকক্ষে পা রাখছে না। এমনকি বাথরুমে যাওয়াও বন্ধ করে দিয়েছে। স্কুল জুড়ে রটে গিয়েছে এসব অলৌকিক কাণ্ডের পিছনে রয়েছে ভূত-পেত্নির দল!

Advertisement

স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও উদ্বিগ্ন। ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না। তাই স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চ ডেকে ভূত-পেত্নী ও অলৌকিক কাণ্ডের বিরুদ্ধে সচেতনতার প্রচার করাল। আর সেই প্রচারে বিজ্ঞান মঞ্চের ঘোষণা, কেউ যদি ভূতের ছবি তুলে আনতে পারে তাহলে মিলবে ৫ লক্ষ ইনাম! স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে ভূতের আতঙ্ক কাটল কিনা, তা বলা না গেলেও যেন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচল স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা। শনিবার দুপুর জুড়ে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার প্রচার, বিজ্ঞানমনস্ক আলোচনা চললেও ওই ক্লাসরুমে গিয়ে জানলা দিয়ে পড়ুয়ারা সেই ছবিই দেখল। হাওয়া ছাড়াই দুলছে বাঁশঝাড়! ওই বিজ্ঞানমনস্ক সংগঠনের সচেতনতার প্রচারের পর এইসব বিষয়কে একেবারেই আমল দিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ।

ভূতের ভয়ে ক্লাসরুমে যাচ্ছে না ছাত্রছাত্রীরা। নিজস্ব ছবি।

ওই স্কুলের প্রধান শিক্ষিকা নীলিমা মাহাতো বলেন, "কয়েকদিন ধরে স্কুলের ছেলেমেয়েরা বলছে বাথরুমে পায়ের ছাপ, দেওয়ালে হাতের ছাপ। জানলা খুললেই বাঁশঝাড় দুলছে। এসব বিষয়ে পড়ুয়াদের মনে ভূতের আতঙ্ক চেপে বসেছে। সেই কারণেই আমরা তড়িঘড়ি বিজ্ঞান মঞ্চকে ডেকে এনে সচেতনতার প্রচার করালাম। বোঝানো হয়েছে ভূতপেত্নি, কুসংস্কার এসব কিছু নেই। " আসলে কিছুদিন আগে পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ওই বাথরুমেই চুল টানা ভূতের আতঙ্কে ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই রকম পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই বিজ্ঞান মঞ্চের সদস্যদের নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ।

এদিন স্কুলে গিয়ে দেখা যায়, দুপুরের দিকে যখন ওই বিজ্ঞান মঞ্চ প্রচার কাজ শুরু করবে তখনও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস হয় যে শ্রেণিকক্ষে সেখানে একটাও পড়ুয়া নেই। সব বাইরে দাঁড়িয়ে আছে। অথচ পাশের শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ব্যাগ নিয়ে বসে। যেহেতু প্রাক-প্রাথমিকের ছেলে-মেয়েরা ওই ক্লাসরুমেই আপাতত ক্লাস করছে। তাই তাদেরকেও বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্কুলের বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৭। যে ক্লাসরুমে ভূতের আতঙ্ক সেই শ্রেণিকক্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণি মিলিয়ে ৩২ জন পড়ুয়া ক্লাস করে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা রয়েছেন মোট ৪ জন। স্কুল কর্তৃপক্ষের কথায়, বিদ্যালয়ের কোন সিনিয়র ছাত্র হয়তো হাত জলে দিয়ে দেওয়ালে ছাপ রেখে ভয় দেখাতে চেয়েছিল। এরপর থেকেই এই ভূতের আতঙ্ক চেপে বসে। আর জানলা দিয়ে বাঁশ ঝাড় দুলে যাওয়া? এই ভয় কোথা থেকে? তা অবশ্য বলতে পারেননি শিক্ষক-শিক্ষিকারা।

আসলে শিশু মনে যেভাবে ভূতের ভয় বাসা বেঁধেছে তাতে বিজ্ঞান মঞ্চের সচেতনতার প্রচারে ভীতি কাটবে কিনা নিশ্চিত ভাবে বলতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল এদিন ওই স্কুলে সচেতনতার প্রচার চালায়। ওই বিজ্ঞান মনস্ক সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় বলেন, "স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েদেরকে আমরা বুঝিয়েছি ভূত বলে কিছু নেই। এগুলো সবই কুসংস্কার। তারা ভূত-পেত্নীতে যেভাবে আতঙ্কিত হচ্ছে তার জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। মজাদার খেলাও দেখিয়েছি আমরা। এদিনের সচেতনতার প্রচারে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদেরকেও ডেকেছিল। ফলে তাদেরকেও আমরা বুঝিয়েছি। আমরা স্কুলের ছেলে-মেয়েদেরকে বলেছি কেউ যদি ভূতের ছবি তোমরা তুলে দেখাতে পারো তাহলে ৫ লক্ষ টাকা দেব।" বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির কথায়, সম্প্রতি সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়েও চুল টানা ভূতের আতঙ্কে সেখানকার ছাত্র-ছাত্রীরা ভয়ে সিঁটিয়েছিলো। তারা সেখানে প্রচার করেই ভয় ভেঙেছেন। এখানেও ভয় ভাঙবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরুলিয়ার লাটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভূতের আতঙ্ক!
  • অলৌকিক কার্যকলাপ চলছে বলে জানাচ্ছে পড়ুয়ারা।
  • ভয় ভাঙাতে স্কুলে ডাকা হল বিজ্ঞান মঞ্চের সদস্যদের।
Advertisement