অরূপ বসাক, মালবাজার: পঞ্চায়েত ভোটের আগে এ রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। ডুয়ার্সে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করার সিদ্ধান্ত নিল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার কালিম্পংয়ের চুনাভাটিতে বৈঠকে বসেন মোর্চার কোর কমিটির সদস্যরা। বৈঠকে হাজির ছিলেন মোর্চা সভাপতি বিনয় তামাং ও সাধারণ সম্পাদক অনীত থাপাও। বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোটে ডুয়ার্সে শাসকদলের প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে মোর্চার নেতৃত্ব। জানা গিয়েছে, এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন মোর্চার প্রতিনিধিরা। দলের মুখপাত্র রোহিত শর্মার সাফ কথা, ‘বিজেপি আমাদের সঙ্গে বেমাইনি করেছে। সংসদে এখনও পর্যন্ত আমাদের কোনও দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়নি।’
[উন্নয়নকে যাঁরা স্তব্ধ করতে চাইছে মানুষ তাঁদের জব্দ করবে, হুঁশিয়ারি পার্থর]
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে হাতিয়ার করে পাহাড়ে শক্তি বাড়িয়েছিল বিজেপি। ২০১৪-র লোকসভা ভোটে মোর্চার সমর্থনে দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিজেপি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। এমনকী, গত বছর যখন পৃথক গোর্খাল্যান্ডের দাবি পাহাড়ে অনির্দিষ্টকালের বনধে ডাক দিয়েছিলেন বিমল গুরুং, তখনও কার্যত মোর্চাকে সমর্থন করেছিল বিজেপি। ঘটনায় তৎকালীন মোর্চা সভাপতির বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা দায়ের করে রাজ্য। গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করেন গুরুং। তাঁকে বাঁচাতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন মোর্চার প্রতিনিধি। এই ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছিল। কিন্তু, সেসবই এখন অতীত। বরং, গ্রেপ্তার করতে না পারলেও, পাহাড়ে গুরুংকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়েছে তৃণমূল। শাসকদলের হাত ধরে পাহাড়ে উত্থান ঘটেছে বিনয় তামাং-অনীত জুটির। বিনয়কে জিটিএ কেয়ারটেকার চেয়ারম্যান পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোর্চার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাই পাহাড়ের পুরনো শরিককে হারাল বিজেপি। একসময়ে যে ডুয়ার্সের চা-বাগান উন্নয়ন নিয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করতেন এ রাজ্যের বিজেপি নেতারা, সেই ডুয়ার্সেই পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল গোর্খা জনমুক্তি মোর্চা।
[দলিত বিক্ষোভের আঁচ হৃদয়পুরে, অবরোধে বিঘ্নিত বনগাঁ শাখার ট্রেন চলাচল]
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে রণকৌশল ঠিক করতে কালিম্পংয়ের চুনাভাটি বৈঠকে মোর্চার কোর কমিটির সদস্যরা। বৈঠকে হাজির ছিলেন দলের সভাপতি বিনয় তামাং ও অনীত থাপা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শুধু সমর্থন করাই নয়, পঞ্চায়েত ভোটে ডুয়ার্সে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করবে মোর্চা। যদি কোনও আসনে শাসকদল প্রার্থী না দেয়, তাহলেই সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোর্চার প্রার্থী। প্রয়োজনে নির্দল প্রার্থীকে সমর্থন দিতেও আপত্তি নেই বিনয় তামাং, অনীত থাপাদের। কিন্তু, হঠাৎ কেন মোর্চার এই ভোলবদল? গোর্খা জনমুক্তি মোর্চা মুখপাত্র রোহিত শর্মার সাফ কথা, ‘বিজেপি আমাদের সঙ্গে বেমাইনি করেছে। সংসদে এখনও পর্যন্ত আমাদের কোনও দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়নি।’
[সংরক্ষণের গেরোয় ভোট মরশুমে রীতিমতো তারকা বাঁকুড়ার আলপনা মোদক]
The post বিজেপি ‘বেইমানি’ করেছে, ডুয়ার্সে তৃণমূলকে সমর্থনের সিদ্ধান্ত মোর্চার appeared first on Sangbad Pratidin.
