Advertisement
বড়দিনে দার্জিলিং জমজমাট, হাউসফুল হোটেল-হোম স্টে! শীতের কাঞ্চনজঙ্ঘা দেখতে মুখিয়ে পর্যটকরা
পাহাড়ে ভিড় করছেন পর্যটকরা।
হাতে আর দিন সাত। তারপরেই বড়দিন। এখনই সাজতে শুরু করেছে শৈলশহর দার্জিলিং। হোটেল, হোম স্টে-তে বুকিং প্রায় শেষ, বড়দিনে জমজমাট দার্জিলিং।
পাহাড়ের আবহাওয়া এই মুহূর্তে মনোরম। ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা। শহর নয়। বড়দিনে পর্যটকের ঢল নামতে চলেছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের গ্রামীণ পর্যটনে।
বুকিংয়ের ঝোঁক দেখে এমনটাই মনে করছেন রাজ্য ইকো ট্যুরিজম কমিটির কর্তারা। ইতিমধ্যে হোমস্টেগুলোতে ৭৫ শতাংশ বুকিং শেষ। এতদিন শৈল শহরে ভিড় জমাতেন। এবার উল্টো ছবি। বড়দিনে আলপাইন, ওকের জঙ্গল, পাখিদের কলতান, রকমারি পাহাড়ি ফুলের জলসায় কয়েকদিন সময় কাটাতে বেশি পছন্দ করছেন পর্যটকরা। অন্তত বিভিন্ন ট্যুর অপারেটর সংস্থার বুকিং থেকে এমনই ইঙ্গিত মিলেছে।
কালিম্পং পাহাড়ের রেলি নদীর তীরে বিদ্যাং ভ্যালি, নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের প্রবেশদ্বার সামসিং, পাহাড়ি নদী রঙ্গিতের কোলে প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভারে গড়ে ওঠা জামুনি গ্রামের হোমস্টেগুলোতে ঠাই নেই দশা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে দু'হাজারের বেশি হোম-স্টে রয়েছে। কিন্তু বেশিরভাগ পর্যটক সেখানেই বুকিং চাইছেন।
স্বভাবতই বিপত্তি বেড়েছে। কার্শিয়াং পাহাড়ের জঙ্গল ও চা বাগান ঘেরা দিলাররাম গ্রামের হোমস্টে মালিক সূরজ ছেত্রী বলেন, "কোনও উপায় নেই। ২৯ ডিসেম্বর পর্যন্ত পুরো বুক হয়ে আছে। নিরুপায় হয়ে পর্যটকদের ফেরাতে হচ্ছে।" তবে শুধু যে হোমস্টে-তে বুকিং চলছে তেমন নয়। এবার বড়দিনে দার্জিলিং ও কালিম্পং শহরের হোটেলগুলোতেও বুকিংয়ে ভালো সাড়া মিলেছে।
দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় খান্নার বলেন, "পাহাড়ে হোটেল, হোমস্টে বুকিংয়ে ভালো সাড়া মিলছে। তবে এবার বেশিরভাগ পর্যটক শহরের তুলনায় গ্রামে থাকতে চাইছেন। ওই কারণে হোমস্টেগুলোতে বুকিং বেড়েছে।"
দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং পাহাড়ে সাড়ে তিনশো হোটেল রয়েছে। কালিম্পংয়ে দুশো। প্রতিটি হোটেলেই বুকিং চলছে। সবই বড়দিনের জন্য। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, "কয়েক বছর থেকে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের গ্রামীণ এলাকার পর্যটনকে তুলে ধরার চেষ্টা চলছে। সুফল মিলতে শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 05:56 PM Dec 17, 2025Updated: 06:12 PM Dec 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
