shono
Advertisement

ঋণের টাকা মেটাতে না পারায় বাবাকে ‘মার’ দুষ্কৃতীদের, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

১ দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
Posted: 04:45 PM Aug 27, 2023Updated: 04:50 PM Aug 27, 2023

সুমন করাতি, হুগলি: সুদের টাকা না দিতে পারায় দুষ্কৃতীদের গুলি। জখম এক যুবক। শুটআউটের ঘটনায় গোঘাট থানার মথুরা এলাকায় জোর চাঞ্চল্য। গুলিবিদ্ধ যুবককে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

আরামবাগের যুবকের কাছ থেকে মথুরা এলাকার বাসিন্দা ফটিক রায় ৭০ হাজার টাকা সুদে ধার করেছিলেন। শনিবার গভীর রাতে আরামবাগ থেকে তিনজন মোটরবাইকে করে মথুরা এলাকায় যায়। ফটিক রায়ের কাছে টাকা চাইছিল। ফটিক রায় টাকা দিতে পারেননি। অভিযোগ, তাই তাঁকে তিনজন মিলে ব্যাপক মারধর করে। এরপরই তিন-চার রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ।

[আরও পড়ুন: বোনের যৌন হেনস্তার অভিযোগ তুলতে চাপ, রাজি না হওয়ায় খুন দলিত যুবক, হেনস্তা মাকেও]

সেই সময় ফটিকের ছেলে অর্জুন বাধা দিতে যান। তাঁর বাঁ হাত লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তিন দুষ্কৃতীর মধ্যে একজনকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসীরা এক দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয়। গুলিবিদ্ধ ওই যুবককে আরামবাগ মহকুমা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনায় গোঘাট থানার পুলিশ বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে।

[আরও পড়ুন: বাবা-মায়ের গায়ে টিম ইন্ডিয়ার জার্সি! মন ভাল করে দেওয়া ছবি পোস্ট করলেন রিঙ্কু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement