shono
Advertisement

পুজো মিটতেই কাঁকিনাড়া হাইস্কুলের কাছে বোমাবাজি দুষ্কৃতীদের, ফের উত্তপ্ত অর্জুন গড়

কাঁকিনাড়ায় বোমাবাজির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
Posted: 03:45 PM Oct 16, 2021Updated: 03:45 PM Oct 16, 2021

অর্ণব দাস, বারাকপুর: উৎসবের মরশুমে ফের উত্তপ্ত অর্জুন গড়। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় (Kankinara) আবারও বোমাবাজি। শুক্রবার রাতে কাঁকিনাড়া হাইস্কুলের কাছে বোমাবাজি। দশমীর রাতে বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কেন এলাকায় বোমাবাজি হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বোমাবাজির ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। তবে এখনও গ্রেপ্তারও হয়নি কেউ।

Advertisement

এলাকারই বাসিন্দা গীতা দেবী বলেন, “দশমীর রাতে প্রতিমা নিরঞ্জন করে সকলে ফিরছিলাম। রোশন ও লাঙ্গা নামে দুই যুবক হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে। স্কুলের গায়ে বোমা মারে। এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। ওরা কেন বোমা মারল, তা জানি না।”

[আরও পড়ুন: রেললাইনে দাঁড়িয়ে TikTok ভিডিও শুট করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত যুবক]

কাঁকিনাড়ায় ফের বোমাবাজির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির (BJP) দাবি, এলাকা দখলের জন্য কাঁকিনাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তির ফলে বোমাবাজির ঘটনা ঘটেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। এলাকারই তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন, “এটা কোনও গোষ্ঠীদ্বন্দের বিষয় নয়।” বোমাবাজির নেপথ্যে যারা রয়েছে তাদের ভাটপাড়া থানার পুলিশ খুঁজে বের করবে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার কাঁকিনাড়ায় বোমাবাজি হয়। এমনকী বারাকপুরের সাংসদের অর্জুন সিং (Arjun Singh) বাড়ির সামনেও বোমাবাজি হয়। বিজেপি সাংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। টুইটে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar)। সাংসদের বাড়ির সামনে বোমাবাজির ঘটনার চেয়ে ভয়ংকর আর কিছুই নেই বলেই টুইটে দাবি করেছিলেন তিনি। এরপর এনআইএ ঘটনার তদন্তভার নেয়। ধরাও পড়ে দুষ্কৃতী। লাগাতার অশান্তির পর বাড়ানো হয় অর্জুন সিংয়ের নিরাপত্তা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমাবাজির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে বিপত্তি, জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement