ব্রতদীপ ভট্টাচার্য: বারাকপুরে গান্ধীঘাটে গিয়ে মেজাজ হারালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও দাবি করেন। সেইসঙ্গে পুলিশের উর্দির অবমাননা চলছে রাজ্যে, অভিযোগ করেন রাজ্যপাল।
মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে গান্ধী মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে বৃহস্পতিবার সকালে বারাকপুরে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে গান্ধী মূর্তিতে মালদ্যান করেন তিনি। জানা গিয়েছে, এদিন গান্ধীঘাটে পৌঁছে সিপিকে খবরের কাগজ পড়তে দেখেন রাজ্যপাল। এতেই কিছুটা বিরক্ত হন তিনি। এরপরই সেখান থেকে বেরনোর সময় বারাকপুরের সিপি মনোজ বর্মাকে এক হাত নিলেন রাজ্যপাল। তিনি বলেন, “কোথায় ছিলেন? কাগজ পড়ছিলেন? রাজ্যপাল এসেছে, পুলিশ কেন যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করল না? ” রাজ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ধমকের সুরে বলেন, রাজ্য ক্রমাগত ঘটে যাওয়া হিংসার ঘটনায় জড়িয়ে থাকা অভিযুক্তদের কেন খুঁজে বের করা হচ্ছে না। সেইসঙ্গে দ্রুতই অভিযুক্তদের তালিকা তৈরির নির্দেশ দেন। প্রয়োজনে নিয়ে তালিকা তৈরির ক্ষেত্রে হাত লাগাবেন বলে হুঁশিয়ারিও দেন তিনি। এদিন সিপিকে ভর্ৎসনা করে রাজ্যপাল বলেন, রাজ্যে পুলিশের উর্দির অবমাননা চলছে। মাথা নিচু করে রাজ্যপালের ধমক শোনেন সিপি।
[আরও পড়ুন: সম্প্রীতির নজির, সরস্বতী পুজোর মণ্ডপে-মণ্ডপে কবিতা পাঠ মুসলিম প্রৌঢ়ের]
রাজ্যপালের আচরণের তীব্র নিন্দা করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বলেন, “এমন রাজ্যপাল আগে দেখিনি। ইনি শিরোনামে থাকার জন্যই এভাবে বারবার বিতর্কিত আচরণ করছেন। সেখানে মন্ত্রী-সচিব সহ একাধিক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি কারও সঙ্গে কথা বলেনি।” পরিকল্পনাাফিকই এই আচরণ, দাবি বিদ্যুৎমন্ত্রীর। বিষয়টি রাজ্য-রাজ্যপালের অন্তর্কলহ বলেই দাবি করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। প্রসঙ্গত, জগদীপ ধনকড় রাজ্যপাল পদের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বিভিন্ন ঘটনায় রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্যপাল।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: পরিবেশ রক্ষার উদ্যোগ, সরস্বতী পুজোর প্রসাদের সঙ্গে দেওয়া হল চারাগাছ]
The post ‘কোথায় ছিলেন?’, গান্ধীঘাটে গিয়ে বারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া ধমক রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.
