shono
Advertisement

‘চাইলেই সব মিলবে না, সরকারের টাকার অবস্থা ভাল নয়’, কড়া মন্তব্য মমতার

কোষাগারে চাপ, ডিএ মামলা নিয়ে পরোক্ষে মন্তব্য ‘ক্ষুব্ধ’ মুখ্যমন্ত্রীর৷ The post ‘চাইলেই সব মিলবে না, সরকারের টাকার অবস্থা ভাল নয়’, কড়া মন্তব্য মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:16 PM Jul 26, 2019Updated: 03:34 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিএ মামলার নিষ্পত্তিতে পিছু হঠতে হয়েছে রাজ্য সরকারকে৷ স্যাটের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রের সমহারে সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে৷ আগামী ১ বছরের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে৷ আর তাতে যে রাজ্যের কোষাগারে চাপ পড়েছে, তা বেশ বোঝা গেল মুখ্যমন্ত্রীর কথায়৷ শুক্রবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্টই বললেন, ‘বেতন কমিশন অনুযায়ী টাকা দিতে হবে, সেটা সরকারের কাছে চাপের৷ টাকা দিতে আপত্তি নেই, টাকা থাকলে৷ কিন্তু সরকারের তো এত টাকা নেই৷ কষ্ট করে করতে হচ্ছে৷’

Advertisement

[আরও পড়ুন : সাফাইকর্মীর আত্মহত্যা, কর্তৃপক্ষকে দায়ী করে কর্মবিরতিতে কৃষ্ণনগর পুরসভার কর্মীরা]

লোকসভার ভোট শেষের পর আজ থেকেই ফের শুরু হয়েছে জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক৷ প্রথম শুরু হল উত্তর ২৪ পরগনা দিয়ে৷ সেখানেই রাস্তা নিয়ে এক জনপ্রতিনিধির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘ সব চাইলেই পাওয়া যায় না৷ সরকারের টাকার অবস্থা ভাল নয়৷ বেশি টাকা খরচ করতে দেওয়া যাবে না৷ এবছর আমাকে ৫৬ হাজার কোটি টাকা শোধ করতে হবে৷ এত কিছু বিনামূল্যে করতে হচ্ছে, এত টাকা কোথা থেকে আসবে?তবে ১২৩ শতাংশ ডিএ আমাদের সরকারই দিয়েছে৷’ ডিএ নিয়ে মামলার রায়ের পরিপ্রেক্ষিতেই যে তাঁর এই মন্তব্য, তা আর বুঝতে বাকি নেই কারও৷

রাজ্যের কোষাগার নিয়ে এসব বার্তা দেওয়ার পর অবশ্য মুখ্যমন্ত্রী ফের নানা সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির খবর নেন৷ তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না, তা জানতে চান৷ এ প্রসঙ্গেই তিনি বলেন, ‘আমার কাছে খবর আসছে, এসসি-এসটি সংক্রান্ত জন্মের সার্টিফিকেট দেখানোর পরও পরিষেবা দিতে গড়িমসি করা হচ্ছে৷ নানা টেকনিক্যাল কারণ দেখানো হচ্ছে৷ কেন এমনটা হচ্ছে?দেরি না করে সঙ্গে সঙ্গে পরিষেবা দিতে হবে৷’ একেবারে কড়া নির্দেশ দিলেন তিনি৷ জেলায় বৃষ্টি এবং চাষবাস সম্পর্কেও খবর নেন তিনি৷

[আরও পড়ুন : সেবকে দুর্ঘটনায় নিখোঁজ পর্যটকের দেহ মিলল কোচবিহারে]

 

The post ‘চাইলেই সব মিলবে না, সরকারের টাকার অবস্থা ভাল নয়’, কড়া মন্তব্য মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement