shono
Advertisement

‘ভুল’ হয়েছে সন্দেশখালিতে, মেনে নিয়েও ডিজি রাজীব বললেন, ‘আইন হাতে নেবেন না’

স্থানীয়দের ক্ষোভের আগুনে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালি।
Posted: 09:27 PM Feb 23, 2024Updated: 09:38 PM Feb 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয়দের ক্ষোভের আগুনে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালি। ফের নতুন করে উত্তপ্ত বেড়মজুর। উত্তেজনার মাঝে ‘ভুল’ স্বীকার করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, “ভুল হয়েছে, মানছি তো।” ডিজির কড়া বার্তা, “আইন নিজের হাতে তুলে নেবেন না।”

Advertisement

সন্দেশখালির বেড়মজুর এলাকা শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত। কাছারিপাড়া এলাকার বাসিন্দারা লাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বেড়মজুর ১-এর এই এলাকায় শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, শেখ শাহজাহানের ভাই সিরাজ শেখ ও তাঁর লোকজন নিজেরাই আলাঘরে আগুন দিয়ে দোষ চাপাচ্ছে সাধারণ বাসিন্দাদের উপর। তার প্রতিবাদেই বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ডিজি রাজীব কুমার। পুলিশ সবদিক নজরে রাখছে বলে আশ্বাস দেওয়া হয়। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর দুপুরের দিকে পুলিশি ধরপাকড় শুরু হয়। দুপুরে গ্রাম থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল বলেও দাবি স্থানীয়দের। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। রাস্তায় শুয়ে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করেন মহিলারা। তাঁদের কান্না, আর্তনাদে ভারী হয়ে ওঠে গোটা গ্রাম।

[আরও পড়ুন: ১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করেন শাহজাহান! আগাম জামিনের বিরোধিতায় যুক্তি ইডির]

অশান্ত সন্দেশখালিতে শুক্রবার দফায় দফায় এলাকা পরিদর্শন করেন। মাঝে সংবাদমাধ্যমের সামনে  সন্দেশখালিতে যে ভুল হয়েছে, তা স্বীকার করে নেন রাজীব। ডিজির বার্তা, ‘‘আইন নিজের হাতে নিলে আমরা গ্রেপ্তার করব। কেউ আইন অমান্য করেছেন মানে পালটা কেউ আইন নিজের হাতে নেবেন, তা হবে না।’’ ‘ভুল হয়েছে’ বলেও মন্তব্য করেন রাজীব। তবে সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নিলে কী পরিণতি হবে, তাও জানিয়ে দিয়েছেন। ডিজির বক্তব্য, ‘‘কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। যা পদক্ষেপ করার আমরা করব।’’ এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারও বলেন, ‘‘এখানে প্রশাসনের শিবির বসেছে। জেলাশাসক রয়েছেন। তাঁরা আপনাদের সব অভিযোগ খতিয়ে দেখবেন। কিন্তু এভাবে বিক্ষোভ দেখাতে থাকলে গোটা প্রক্রিয়ায় দেরি হবে।’’ 

[আরও পড়ুন: ‘দূরবীন দিয়ে খুঁজলেও…’, ফের কংগ্রেসের জোট প্রস্তাব ‘নাকচ’ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার