shono
Advertisement

৩ বছরেও গড়ে উঠল না ভাঙনে তলিয়ে যাওয়া ঘর, প্রতিবাদে ভোট বয়কটে বীরনগর

মালদহ দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত ৬০টি পরিবার এখনও আশ্রয় শিবিরে৷ The post ৩ বছরেও গড়ে উঠল না ভাঙনে তলিয়ে যাওয়া ঘর, প্রতিবাদে ভোট বয়কটে বীরনগর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 PM Apr 22, 2019Updated: 12:51 PM Apr 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গার ভাঙন গ্রাস করেছে ভিটেমাটি৷ ফি বছরের এই এক সমস্যা মালদহের বিস্তীর্ণ অংশের মানুষজনের৷ প্রতি বর্ষায় নদীর পাড় ভেঙে তলিয়ে যায় ঘরবাড়ি৷ কোথাও ফের নতুন করে গড়ে ওঠে বসতি, কোথাও আবার ফাঁকা জমিই পড়ে থাকে দিনের পর দিন, বছরের পর বছর৷ তেমনই একটি জায়গা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত৷

Advertisement

[ আরও পড়ুন : তৃতীয় দফার আগে ফের পুলিশে রদবদল, থানা থেকে ৭ অফিসারকে বদলি কমিশনের]

২০১৬ সালে পাড় ভেঙে ভেসে গিয়েছিল বীরনগর এক গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ খানিকটা অংশ৷ ১০০টি বাড়ি তলিয়ে গিয়েছিল৷ গৃহহীন হয়ে পাশের বীরনগর বালিকা বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন অন্তত ৪০০ জন৷ ৩টি বছর কেটে গেলেও ঘরে ফেরা হয়নি৷ ভাঙন কবলিত এলাকায় কেউ পুনর্বাসন দেয়নি৷ প্রশাসনের হাজার আশ্বাস ছিল, বাস্তবে কাজ হয়েছে শূন্য৷ তৈরি হয়নি কোনও বাড়ি৷ ফলে তিনতলা ওই স্কুলটাই স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছে তাঁদের৷

বছর পঁয়তাল্লিশের ফুকুরানি মণ্ডল জানাচ্ছেন আশ্রয় শিবিরে তাঁর দুঃসহ অভিজ্ঞতার কথা৷ তাঁর চার সন্তানকে নিয়ে থাকেন স্কুলের একটি ছোট্ট ঘরে৷ সেখানে শৌচালয়ের কোনও ব্যবস্থা কার্যত নেই৷ প্রকৃতির ডাক এলে বাইরের খোলা জায়গায় যাওয়া ছাড়া উপায় নেই৷ এভাবেই চলছে ৩ বছর৷ ফুকুরানি বিড়ি তৈরি করে সংসার চালান৷ তাঁর পক্ষে নিজের ঘর তৈরি করে নেওয়া সম্ভব হয়নি৷ স্থানীয় পঞ্চায়েত কথা দিয়েছিল, ঘর তৈরি করে দেবে৷ কিন্তু সে কথা, কথাই রয়ে গেছে৷ সকলের অবস্থা অবশ্য ফুকুরানির মতো নয়৷ কয়েকজন কষ্টেশিষ্টে ঘর বেঁধে ফিরে গিয়েছেন বাপ-ঠাকুরদার ভিটেতে৷ বীরনগর গার্লস স্কুলে এখনও রয়ে গিয়েছে প্রায় ৬০ টি পরিবার৷

[ আরও পড়ুন : হাতিয়ার উন্নয়ন, ‘নতুন’ নন্দীগ্রামে বড় লিডের আশায় তৃণমূল]

কেউ কথা রাখেনি৷ কেউ কথা রাখবে বলে আর আশাও রাখেন না ফুকুরানিরা৷ তাই এবার আর ভোট দেবেন না বলে ঠিক করেছেন তাঁরা৷ বাস্তুচ্যুত মানুষগুলোর গণতন্ত্রের মহাযজ্ঞে আর ভরসা নেই৷ জনপ্রতিনিধি হয়ে আসাই সার৷ তাঁদের মতো অসহায় মানুষজনের দিকে আর ফিরে তাকায় না কেউ৷ বাস্তব অভিজ্ঞতা থেকে এইই বুঝেছেন তাঁরা৷ তাই এবার ভোট বয়কটের পথেই হাঁটতে চলেছেন স্কুলবাড়ির আশ্রয়ে থাকা মানুষজন৷

The post ৩ বছরেও গড়ে উঠল না ভাঙনে তলিয়ে যাওয়া ঘর, প্রতিবাদে ভোট বয়কটে বীরনগর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement