shono
Advertisement

খবরের জের, ঘাটালে চোলাই তৈরির ‘স্বর্গরাজ্যে’আবগারি দপ্তরের অভিযান

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় চোলাই তৈরির কারখানা ও ঠেক৷ The post খবরের জের, ঘাটালে চোলাই তৈরির ‘স্বর্গরাজ্যে’ আবগারি দপ্তরের অভিযান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Dec 01, 2018Updated: 07:43 PM Dec 01, 2018

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ‘সংবাদ প্রতিদিন’-এ খবর প্রকাশিত হতেই চোলাই মদের বেআইনি কারবার রুখতে অবশেষে নড়েচড়ে বসল ঘাটালের আবগারি দপ্তর৷ শনিবার সদলবলে ঘাটাল ব্লকের মনশুকা গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর ও দীর্ঘগ্রাম গ্রামে হানা দেন আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর গুণধর লোহার৷ সঙ্গে ছিলেন আবগারি দপ্তরের ঘাটাল ওসি তারক মাহাতো৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় চোলাই তৈরির কারখানা ও ঠেক৷ নষ্ট করা হয়েছে কয়েক হাজার লিটার চোলাই মদ৷ বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই তৈরির সরঞ্জামও৷ তবে, অভিযান চললেও এখনও এখনও কাউকেই গ্রেপ্তার করতে করা যায়নি৷ অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

[প্রাণনাশের হুমকি দিয়ে আদিবাসী গৃহবধূকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৪]

এদিনের এই অভিযান প্রসঙ্গে ঘাটাল মহকুমা আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর গুণধর লোহার বলেন, “এর আগেও বেশ কয়েকবার ওই দুই গ্রামে হানা দেওয়া হয়েছিল৷ এবার থেকে নিয়মিত অভিযান চলবে৷” পাশাপাশি তিনি বলেন, “স্থানীয় বাসিন্দারা সচেতন না হলে এই সমস্ত অসামাজিক কাজ বন্ধ করা খুবই কঠিন৷ আমরা এই দুই গ্রামে একটি সচেতনতা শিবির করব৷”

[দীর্ঘদিন ডিউটিতে অনুপস্থিত, বিচারকের নির্দেশে শ্রীঘরে সিআরপিএফ জওয়ান]

ঘাটাল ব্লকের মনশুকা গ্রাম পঞ্চায়েতের দীর্ঘগ্রাম ও বরকতিপুর গ্রামে দীর্ঘদিন ধরে চোলাই মদের রমরমা কারবার চলছে বলে অভিযোগ তোলেন বাসিন্দারা৷ স্থানীয়রাই জানিয়েছেন, ওই দুই গ্রামের বিভিন্ন প্রান্তে চোলাই কারখানা রয়েছে৷ রাত তিনটে থেকে চোলাই তৈরির কাজ শুরু হয় ভোরের আলো না ফোটা পর্যন্ত৷ তারপর দিনভর চলে চোলাই মদের বিক্রি৷ ভোরের আলো ফোটার আগে মোটর বাইকের লাইন পড়ে যায় গ্রামে৷ ঘাটাল ছাড়িয়ে পাচার হয়ে যায় ভিন জেলায়ও৷ চোলাইয়ের রমরমা এতটাই যে, দীর্ঘগ্রামকে বলা হয় চোলাই তৈরির রাজধানী৷ বহু পরিবার এই চোলাই তৈরির কারবারে যুক্ত বলে জানা গিয়েছে৷ বছরের পর বছর এই ভাবেই চলে আসছে চোলাই তৈরি ও কারবার৷ আর তাতেই অতিষ্ঠ হয়ে উঠছেন গ্রামবাসীরা৷

[বউদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, শ্রীঘরে যুবক]

অভিযোগ, পুলিশ ও আবগারি দপ্তরের একাংশের মদতে চলছে এই অবৈধ বেআইনি কারবার৷ গ্রামবাসীদের আরও অভিযোগ, যে সমস্ত পুকুরের জল চোলাইয়ের কাজে ব্যবহার করা হয় সেই পুকুরগুলি হয়ে উঠছে মশা মাছির আাঁতুড়ঘর৷ শুক্রবার ‘সংবাদ প্রতিদিন ডট ইন’-এ খবর প্রকাশিত হতেই টনক নড়ে আবগারি দপ্তরের৷ তারপরই শনিবার সকালেই দু’গ্রামে পৌঁছে যান আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর গুণধর লোহার ও কর্মীরা৷ একের পর এক চোলাই কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়৷ নষ্ট করা হয় কয়েক হাজার লিটার বিষাক্ত চোলাই মদ৷ বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই তৈরির সরঞ্জাম৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে আবগারি দপ্তরের গাড়ি ঢুকতেই চম্পট দিয়েছে চোলাই কারবারিরা৷ ফলে কোনও চোলাই কারবারিকে আটক করতে পারেনি আবগারি কর্মীরা৷ এবিষয়ে গুণধরবাবু বলেন, ঘাটাল মহকুমার যে সমস্ত এলাকায় চোলাই তৈরি ও ঠেক রয়েছে সমস্ত জায়গাতেই হানা দেওয়া হবে৷” দেরিতে হলেও চোলাইয়ের কারখানায় হানা দেওয়ায় খুশি গ্রামবাসীরা৷

ছবি: সুকান্ত চক্রবর্তী

The post খবরের জের, ঘাটালে চোলাই তৈরির ‘স্বর্গরাজ্যে’ আবগারি দপ্তরের অভিযান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement