shono
Advertisement

রাতভর মারধরের জের! শেওড়াফুলিতে জিআরপি হেফাজতে বন্দির মৃত্যু

রেল পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মৃতের পরিবারের। The post রাতভর মারধরের জের! শেওড়াফুলিতে জিআরপি হেফাজতে বন্দির মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 11:47 AM Oct 06, 2018Updated: 11:52 AM Oct 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিআরপি হেফাজতে বন্দি মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির শেওড়াফুলিতে৷ মৃতের নাম অমর মাহাত৷ মৃতের পরিবারের অভিযোগ, জিআরপি হেফাজতে বেধড়ক মারধরের জেরে প্রাণ হারিয়েছেন অমর৷ হাওড়া জিআরপি-র নির্দেশে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷

Advertisement

[সম্পর্কের শীতলতা নাকি সন্দেহে খুন, প্রেমিকাকে গুলি কাণ্ডে ঘনাচ্ছে রহস্য]

শেওড়াফুলি স্টেশন লাগোয়া এলাকায় একটি ছোট্ট দোকান ছিল অমর মাহাতর৷ রেলপুলিশের অভিযোগ, ওই দোকানের আড়ালেই চোলাই মদ বিক্রি করত সে৷ সেই অভিযোগে শুক্রবার রাতে অমরকে গ্রেপ্তার করে শেওড়াফুলি জিআরপি৷ রাতভর জিআরপি হেফাজতেই ছিল অমর৷ পরিবারের অভিযোগ, স্টেশন লাগোয়া এলাকায় দোকানে হওয়ায় প্রায়শই টাকা চায় রেলপুলিশ৷ কিন্তু সেই টাকা দিতে না চাওয়ায় অমরকে রেলপুলিশ রাতে তুলে নিয়ে যায়৷ ভোররাতে বাড়িতে খবর দেওয়া হয় জিআরপি লকআপেই অমর অসুস্থ হয়ে পড়েছেন৷ রেল হাসপাতালে পৌঁছান পরিজনেরা৷ চিকিৎসকরা জানান, অমর মারা গিয়েছেন৷ মৃতের পরিবারের অভিযোগ, চোলাই মদের ব্যবসা অমর করতেন না৷ তোলা দিতে না চাওয়ায় রেলপুলিশ তাঁকে তুলে নিয়ে যায়৷ শুক্রবার রাতে জিআরপি হেফাজতে থাকাকালীন অমরকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ৷ তার জেরেই তিনি মারা গিয়েছেন বলে দাবি পরিজনদের৷

[শ্যালিকাকে ধর্ষণ করে খুন, আমৃত্যু কারাবাস জামাইবাবুর]

এই ঘটনায় শেওড়াফুলি জিআরপি-র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অমরের পরিজনেরা৷ যদিও শেওড়াফুলি জিআরপি অমরের পরিজনদের অভিযোগ খারিজ করে দিয়েছে৷ স্টেশন চত্বরে চোলাই মদ বিক্রি করায় অমরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছে রেলপুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই অমরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ হাওড়া জিআরপির তরফে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

The post রাতভর মারধরের জের! শেওড়াফুলিতে জিআরপি হেফাজতে বন্দির মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement