shono
Advertisement

২০ বছরের দাম্পত্যে ইতি, মহিলাকে পণের সামগ্রী ফিরিয়ে দিতে গিয়ে আক্রান্ত পুলিশ

প্রাক্তন স্বামী ও তাঁর প্রতিবেশীদের মারে গুরুতর জখম ওই গৃহবধূও৷ The post ২০ বছরের দাম্পত্যে ইতি, মহিলাকে পণের সামগ্রী ফিরিয়ে দিতে গিয়ে আক্রান্ত পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:13 AM Jun 01, 2018Updated: 09:28 AM Jun 01, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ২০ বছরের দাম্পত্যের অশান্তি ছায়া৷ আদালতের মধ্যস্থতায় স্বামী-স্ত্রী সম্পর্কের ইতি৷ কিন্তু, স্ত্রী যখন শ্বশুরবাড়ি থেকে পণের সামগ্রী ফেরত আনতে গেলেন, তখন বাধল গণ্ডগোল৷ ওই গৃহবধূ তো বটেই, জনতার হাতে আক্রান্ত পুলিশও৷ রণক্ষেত্র হুগলির পুরশুড়া৷

Advertisement

[শিশুমৃত্যুর অভিযোগে কাঠগড়ায় টাটা মেডিক্যাল কলেজ, শাস্তির দাবিতে সরব পরিবার]

বছর কুড়ি আগে বিয়ে হয়েছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মৌমিতা দাস ও হুগলির পুরশুড়ার স্বপন দাসের৷ দম্পতির এক ছেলে, এক মেয়ে৷ সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয় স্বপন ও মৌমিতার৷ বিয়ের সময় বাপের বাড়ি থেকে পণ হিসেবে দেওয়া সামগ্রী মৌমিতাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালত৷ আদালতের নির্দেশে পণের সামগ্রী ফেরত নিতে পুরশুড়ার পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেম মৌমিতা৷ তাঁর সঙ্গে ছিলেন পুরশুড়া থানার এসআই তন্ময় বাগ ও মহিলা কনস্টেবল ঝুমা মাইতি৷ সদ্য প্রাক্তন স্ত্রীকে দেখামাত্রই মেজাজ হারান স্বপন দাস৷ তিনি ও তাঁর প্রতিবেশীরা মৌমিতার উপর চড়াও হন বলে অভিযোগ৷ রেহাই পাননি পুলিশকর্মীরাও৷ তাঁদেরও বেধড়ক মারধর করা হয়৷ পুরশুড়া থানার এসআই তন্ময় বাগ জানিয়েছেন, মৌমিতা দাস ও চারজন পুলিশকর্মীর উপর চড়াও হন ৬০ থেকে ৭০ জন৷ মহিলা কনস্টেবল ঝুমা মাইতিকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মারধর করেন তাঁরা৷ মাথা ফেটে যায় ওই মহিলা পুলিশকর্মীর৷ পুরশুড়া থানার পুলিশকর্মী ও প্রাক্তন স্ত্রীকে মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত স্বপন দাস৷ তাঁর দাবি, ঘটনার সময়ে তিনি দোকানে ছিলেন৷ পুলিশে এসেছে শুনে তড়িঘড়ি বাড়িতে ফেরেন৷ দেখেন, বাড়ির সমস্ত আসবাবপত্র বের করা হচ্ছে৷ বাধা দিলে উলটে পুলিশকর্মীরাই তাঁকে মারধর করেন৷

[নকল সোনা জমা দিয়েই ব্যাংক থেকে ঋণ, বড়সড় প্রতারণা চক্রের হদিশ বীরভূমে]

The post ২০ বছরের দাম্পত্যে ইতি, মহিলাকে পণের সামগ্রী ফিরিয়ে দিতে গিয়ে আক্রান্ত পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement