shono
Advertisement
Belgharia Flyover

শনিবার থেকেই শুরু হচ্ছে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের সংস্কারের কাজ, কোন পথে যান চলাচল?

কয়েকমাস আগে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের গার্ডারের ত্রুটি সামনে এসেছিল। কিন্তু কবে থেকে সেই কাজ শুরু করা সম্ভব, তা নিয়ে চলছিল টালবাহানা।
Published By: Kousik SinhaPosted: 02:49 PM Jan 15, 2026Updated: 03:26 PM Jan 15, 2026

শুরু হচ্ছে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের (Belgharia Flyover) সংস্কারের কাজ। কয়েকমাস আগে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের গার্ডারের ত্রুটি সামনে এসেছিল। কিন্তু কবে থেকে সেই কাজ শুরু করা সম্ভব, তা নিয়ে চলছিল টালবাহানা। মাসখানেক ধরেই বিকল্প রুট-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভারের সংস্কারের কাজ। জানা যাচ্ছে, অনির্দিষ্ট সময়ের জন্য এই ফ্লাইওভার বন্ধ রেখে ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংস্কারের কাজ। এর ফলে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পুরসভা এবং পুলিশের তরফে শুরু হয়েছে প্রচার।

Advertisement

বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার (Belgharia Flyover) উত্তর শহরতলির অন্যতম লাইফ লাইন। মূলত এই ফ্লাইওভার বিটি রোড থেকে এমবি রোড হয়ে নিমতা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ করছে। শুধু তাই নয়, খুব সহজে এই ফ্লাইওভারকে ব্যবহার করে বিরাটিও পৌঁছানো সম্ভব। ফলে প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত এই ফ্লাইওভারের উপর দিয়ে। এমনকী এই ফ্লাইওভারকে ব্যবহার করে বহু পণ্যবাহী গাড়ি, বাসও চলাচল করে। ফলে যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার। আর সেখানেই ধরা পড়ে ত্রুটি। ২০২৫ সালে ওই ত্রুটি সামনে আসে স্বাস্থ্যপরীক্ষার পর। ফ্লাইওভারের গার্ডারের ত্রুটি সামনে আসে।

দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। তা জানিয়ে রেলকে চিঠি দেওয়া হয়। প্রশাসনিক স্তরে শুরু হয় আলোচনা। গত বছর দুর্গাপুজোর আগেই সংস্কারের কাজ শুরু করতে চেয়েছিল। কিন্তু পুজোর সময় বলে তা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের সমস্যা হতে পারে, সেই কথা ভেবে পুরসভার তরফে আবেদন জানানো হয়। এর মধ্যেই গত ডিসেম্বর মাসের ফের একবার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আর তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ব্রিজের একদিকের পাঁচটি গার্ডার এবং অন্যদিকে সাতটি গার্ডারের অবস্থা ভালো না। মোট ১২ টি গার্ডার দ্রুত বদলের প্রয়োজন। দ্রুত সংস্কারের কথা মাথায় রেখে দফায় দফায় বৈঠকে বসেন জেলা প্রশাসন,পুলিশ, কেএমডিএ ও রেলের আধিকারিকরা। করা হয় যৌথ পরিদর্শন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৭ জানুয়ারি থেকে গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু হবে। সেই মতো রাত ১২ টাতেই বন্ধ করে দেওয়া সম্পূর্ণ ফ্লাইওভার। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাজ শেষ হতে সাড়ে তিন থেকে চার মাস লাগতে পারে।

যদিও যানজট এড়াতে ইতিমধ্যে পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় গাড়ি যাতায়াত করবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, বিটি রোড থেকে নিমতা হয়ে বিরাটি যাওয়ার জন্য যাত্রীদের রথতলা মোড় হয়ে যেতে হবে। এরপর নীলগঞ্জ রোড হয়ে সিন্ধু স্টার মোড় থেকে টেক্সম্যাকো রোড হয়ে ৮ নম্বর রেলগেট হয়ে এমবি রোডের কালচার মোড়ে উঠতে হবে। অন্যদিকে বিটি রোড আসতে গেলে বিরাটির দিক থেকে প্রথমে এমবি রোডের কালচার মোড়। এরপর ডান দিকে ওল্ড নিমতা রোড ধরতে হবে। এরপর ২ নম্বর রেল গেট থেকে নীলগঞ্জ রোডের সিন্ধু স্টোর মোড় হয়ে বিটি রোডে আসতে হবে। যাত্রীদের সুবিধার কথা ভেবে পুলিশের তরফে বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো হচ্ছে। এছাড়াও পুরসভার তরফেও করা হচ্ছে মাইকিং।

কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ''বেলঘরিয়া ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষায় মোট ১২টি গার্ডারের ত্রুটি সামনে এসেছে। দ্রুত কাজ না করলে যেকোনও সময় বিপদের সম্ভাবনা রয়েছে বলে রেল জানিয়েছে।'' এরপরেই ব্রিজ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আগামী ১৭জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ব্রিজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement