shono
Advertisement

সন্দেহের জের, স্ত্রীকে পিটিয়ে খুনের পর আত্মঘাতী স্বামী

ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার দখলবাটি গ্রামের মালপাড়ায়। The post সন্দেহের জের, স্ত্রীকে পিটিয়ে খুনের পর আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:15 PM Jun 15, 2019Updated: 02:15 PM Jun 15, 2019

নন্দন দত্ত, সিউড়ি: সন্দেহের বশে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের পর আত্মঘাতী হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার দখলবাটি গ্রামের মালপাড়ায়। মৃতরা হল তমালি মাল (৪২) ও পরেশ মাল (৪৭)। খবর পেয়ে পুলিশ এসে ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন- তল্লাশির নামে দোকান লুটের অভিযোগ, ব্যবসায়ী-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র জগদ্দল]

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্দেহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়দিনই অশান্তি হত। শুক্রবার রাতে দু’জনে বারান্দায় ঘুমোচ্ছিলেন। আর ঘরে শুয়ে ছিল তাঁদের মেয়ে। অনেক রাতে ঘরের ভিতর একটি বিষধর সাপ ঢোকে। বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করে মেয়ে। তখন ঘুম থেকে উঠে তমালি ও পরেশ দু’জনে মিলে সাপটিকে মারেন। সমস্যা মেটার পর ফের বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। আর মেয়ে ফিরেছিল ঘরে। কিন্তু, কিছুক্ষণ পর আচমকা মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে পরে মেয়েটি। তারপর দরজা খুলে দেখে তমালির মুখে দিয়ে রক্ত বের হচ্ছে। আর তাঁকে হাতুড়ি দিয়ে মারছেন পরেশ।

[আরও পড়ুন- বোমাবাজি-গুলিতে উত্তপ্ত ডোমকল, খুন ৩ তৃণমূল কর্মী]

এপ্রসঙ্গে মৃত দম্পতির মেয়ে বলে, “সাপটিকে মারার পর বাবা ও মা ফের বারান্দায় শুয়ে পড়েছিল। পরে মায়ের চিৎকার শুনে দরজা খুলে দেখি মায়ের মুখে রক্ত। আর বাবা মাকে হাতুড়ি দিয়ে মারছে। আমার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে বাবাকে আটকায়। তবে ততক্ষণে বাবা মৃত প্রায়। কারণ, বাবা আগেই বিষ খেয়ে নিয়েছিল। কিছুক্ষণ বাদে বাড়িতেই মারা যায়। পাড়ার লোক পুলিশকে খবর দিলে বাবা ও মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যায় মা।”

The post সন্দেহের জের, স্ত্রীকে পিটিয়ে খুনের পর আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement