shono
Advertisement

ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩০, রশিদপুর হাসপাতালে রোগীদের ভিড়

খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। The post ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩০, রশিদপুর হাসপাতালে রোগীদের ভিড় appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 PM May 23, 2018Updated: 01:59 PM May 23, 2018

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: ইফতার অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পরলেন অন্তত ২০-৩০ জন৷ অসুস্থদের মধ্যে ১১ জন রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গিয়েছে৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে, বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায়৷ বুধবার সকালেই ওই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছান৷ যাঁরা ইফতারের খাবার খেয়েছেন, তাঁদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য কর্মীরা। খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান৷ ইতিমধ্যেই খাওয়ার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷

Advertisement

[প্রথমবারেই বাজিমাত, জেলা পরিষদে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী রানাঘাটের গৃহবধূ]

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রোজা শেষে বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায় বাসিন্দারা জড়ো হন ইফতার অনুষ্ঠানে৷ সেখানে বেশ কয়েক ধরনের পদেও আয়োজন করা হয়৷ বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে তেলেভাজা, পোলাওয়ের ব্যবস্থা রাখা হয়৷ অনুমান করা হচ্ছে, পোলাও রান্না করতে গিয়ে বিষক্রিয়া ঘটে গিয়েছে৷ এদিন রাতে ওই পোলাও খওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে অস্বস্তি অনুভব করেন অনেকেই৷ শুরু হয় বমি৷ সঙ্গে পেটে যন্ত্রণা৷ মূলত, বমি ও পেটে যন্ত্রণা সংক্রান্ত উপসর্গ দিয়ে এদিন রাতেই স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভরতি হন ২০ থেকে ৩০ জন গ্রামবাসী৷ পরে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভরতি৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে৷ অসুস্থদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে৷

[সেবাই ধর্ম, বিনা পরিশ্রমিকে রোজ রাতে মসজিদ পাহারা দেন হিন্দু যুবক]

ইতিমধ্যেই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছ গিয়েছেন৷ যাঁরা ইফতারের খাবার খেয়েছেন, তাঁদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য কর্মীরা। খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান৷ ইতিমধ্যেই খাওয়ার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷

ছবি- রতন দে

The post ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩০, রশিদপুর হাসপাতালে রোগীদের ভিড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement