shono
Advertisement
Murshidabad

ভারতে অনুপ্রবেশ, মুর্শিদাবাদে গ্রেপ্তার ২ বাংলাদেশি-সহ ৩

পুলিশ আজ, রবিবার ধৃতদের লালবাগ আদালতে তুলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করছে।
Published By: Subhankar PatraPosted: 03:18 PM Jul 13, 2025Updated: 05:44 PM Jul 13, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: রাজ্যে ফের গ্রেপ্তার দুই বাংলাদেশি-সহ এক ভারতীয় দালাল।শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাদের। কাহারপাড়া সীমান্তে লোহার সেতুতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে। দু'জন বাংলাদেশের নাগরিক একথা স্বীকার করতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের নাম নাম নুরুল ইসলাম (৪০) ও মহম্মদ বাদশা (৩০)। তারা বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ থানার চর বাগডাঙা ও নরেন্দ্রপুরে গ্রামে। ধৃত ভারতীয় লালন শেখ (৩২)। তার বাড়ি মুর্শিদাবাদের রানিনগর থানার খামারপাড়া এলাকায়।

শনিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করবে। সেই মতো রানিনগর থানার এএসআই শেখ মইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনী সীমান্ত এলাকায় নজরদারি শুরু করে। রাতে কাহারপাড়া লোহার সেতুতে তিনজনকে সন্দেহজনক অবস্থায় আসতে দেখেন পুলিশকর্মীরা। তাদের আটক করে জিজ্ঞাসা করতেই দু'জন স্বীকার করে তারা বাংলাদেশি। ভারতীয় যুবক লালন শেখকে টাকা দিয়ে তারা ভূ-খণ্ডে প্রবেশ করেছে বলে জানায়। তারপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এই লালনের বিরুদ্ধে অভিযোগ মোট সাতজন বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানোর বদলে সে ৬৩ হাজার টাকা নিয়েছে। ধাপে ধাপে তাদের ভারতে নিয়ে আসার পরিকল্পনা ছিল। দু'জনকে সেই মতো নিয়েও আসে। তবে গ্রেপ্তার হয়। কিন্তু বাংলাদেশিরা ভারতে আসছিল কেন? জিজ্ঞাসায় ধৃত বাংলাদেশিরা স্বীকার করেছে, কেরলে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছে তারা।

পুলিশ আজ, রবিবার ধৃতদের লালবাগ আদালতে তুলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করছে। ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি আইনের ধারায় একটি সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে ফের গ্রেপ্তার দুই বাংলাদেশি-সহ এক ভারতীয় দালাল। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাদের।
  • কাহারপাড়া সীমান্তে লোহার সেতুতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে।
  • দু'জন বাংলাদেশি একথা স্বীকার করতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
Advertisement