shono
Advertisement
Digha Jagannath Temple

দিঘার জগন্নাথধামেও 'ধ্বজাসেবা' করার সুযোগ পাবেন ভক্তরা, জেনে নিন পদ্ধতি

এতদিন পুরীর জগন্নাথধামে ধ্বজা দিতে পারতেন ভক্তরা।
Published By: Sayani SenPosted: 12:00 PM Dec 27, 2025Updated: 02:32 PM Dec 27, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার দিঘার জগন্নাথধামেও করা যাবে 'ধ্বজাসেবা'। এতদিন পুরীর জগন্নাথধামে ধ্বজা দিতে পারতেন ভক্তরা। বিশেষ বিশেষ দিনে সে ধ্বজা নিলামও হয়। দিঘার মন্দিরের ক্ষেত্রে এখন অবশ্য তেমন পরিকল্পনা নেই।

Advertisement

দিঘার জগন্নাথধামে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ ধ্বজা বাঁধা হয়। মন্দিরে চূড়ায় উঠে সেবায়েতরা পালা করে ধ্বজা বাঁধেনয়। তা দেখতে বর্তমানে বহু মানুষ ভিড় জমান। এবার থেকে 'ধ্বজাসেবা'য় সরাসরি অংশ নিতে পারবেন ভক্তরা। 'ধ্বজাসেবা'র জন্য আগে থেকে বুকিং করতে হবে। সেক্ষেত্রে একটি নম্বরে যোগাযোগ করতে হবে। নম্বরটি হল: ৭৩৬৩০৮৩৮৪২। ওই নম্বরে ফোন করে ধ্বজা ওড়ানোর দিনক্ষণ স্থির করতে পারবেন পুণ্যার্থীরা।

একটি নম্বরে ফোন করে আট রকমের মহাপ্রসাদও পাওয়া সম্ভব। দিঘার মন্দিরে খিচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাঁড়া মহাপ্রসাদ, লুচি-সবজি মহাপ্রসাদ, মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, বিশেষ মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, সন্ধ্য়ার মহাপ্রসাদ, সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদ। লুচি-সবজি প্রাতঃরাশ মহাপ্রসাদ নিতে চাইলে আগের দিন বুকিং করতে হবে। মধ্যাহ্নভোজের বুকিং আগের দিন করতে হবে। না হলে সকাল ১০টার মধ্যে করতে হবে। সন্ধ্যার মহাপ্রসাদ সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে বুক করতে হবে। মহাপ্রসাদ নিতে খরচ পড়বে ৫০ থেকে ১৫০ টাকা। প্রসঙ্গত, এপ্রিলের ৩০ তারিখ দিঘায় জগন্নাথধাম উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই দর্শনার্থীদের ঢল লেগেই রয়েছে। মাত্র আট মাসেই দর্শনার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করেছে। এবার 'ধ্বজাসেবা'র সুবিধায় আরও ভক্ত সংখ্যা বাড়বে বলেই আশা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার দিঘার জগন্নাথধামেও করা যাবে 'ধ্বজাসেবা'।
  • এতদিন পুরীর জগন্নাথধামে ধ্বজা দিতে পারতেন ভক্তরা।
  • বিশেষ বিশেষ দিনে সে ধ্বজা নিলামও হয়। দিঘার মন্দিরের ক্ষেত্রে এখন অবশ্য তেমন পরিকল্পনা নেই।
Advertisement