shono
Advertisement

রেলে নতুনত্বের ছোঁয়া! পুজোয় এলইডি আলোয় সাজবে লোকাল ট্রেনের কামরা

গ্রামীণ পরিবেশ, জনজীবনের টুকরো ছবি, রেলের নানা ঐতিহ্য ফুটে উঠছে ছবিতে।
Posted: 11:12 AM Aug 16, 2023Updated: 11:12 AM Aug 16, 2023

সুব্রত বিশ্বাস: পুজোয় শহরতলির ট্রেনের কামরার ভিতরগুলিও সাজিয়ে তোলা হচ্ছে রং-ছবিতে। দৈনন্দিন একঘেয়েমি কাটিয়ে পুজোয় এবার নতুনত্বের ছোঁয়া। বাঙালির সবচেয়ে বড় উৎসবে বারাসত ডিপোয় লোকাল ট্রেনের কামরা সাজিয়ে তোলা হচ্ছে নানা বর্ণের চিত্রে। গ্রামীণ পরিবেশ, জনজীবনের টুকরো ছবি, রেলের নানা ঐতিহ্য ফুটে উঠছে ছবিতে। পাশাপাশি স্টেশনের খোলনলচে বদলের সূচনার সঙ্গে সঙ্গে নতুন ধরনের এলইডি আলোয় লোকাল ট্রেন সাজানোয় জোর তৎপরতা শুরু হয়েছে ট্রেন রক্ষণাবেক্ষণের ডিপোগুলিতে।

Advertisement

শিয়ালদহে চারটি ডিপো রয়েছে লোকাল ট্রেন রক্ষণাবেক্ষণের জন‌্য। নারকেলডাঙা, বারাসত, সোনারপুর ও রানাঘাট এই চারটি ডিপোয় এক জোড়া করে লোকাল ট্রেনকে প্রাথমিকভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যা চলবে সব ক’টি শাখাতেই। কাজও শুরু হয়ে গিয়েছে। যে রাজ্যে আঞ্চলিক উৎসব যে সময় পালিত হবে সেই জোনের মধ্যে চালাচলকারী ট্রেনগুলি আলোয় সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঙালির দুর্গোৎসব প্রধান উৎসব। আর সেই উৎসবে প্রাধান‌্য পাবে এই লোকাল ট্রেনে নতুন ধরনের আলোকসজ্জা।

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘সাবধান করেছিলাম, কিন্তু…’, বিস্ফোরক দাবি ভাইরাল চিঠির ‘রুদ্রদা’র

চালক ও গার্ডের ক‌্যাবগুলির উইন্ডস্ক্রিন ঘিরে আলোকমালা ঘুরবে। তার নিচে ভারতীয় রেলকে স্মরণ করে থাকবে আলোয় লেখা। ট্রেনের বাফারের আদলে মূলত দুই বলয়াকৃতি নীল আলো জ্বলবে সামনে ও পিছনে। হাওড়াতেও একইভাবে সাজানো হবে লোকাল ট্রেন। শিয়ালদহের জনসংযোগ আধিকারিক সহকারী কমার্শিয়াল ম‌্যানেজার হরেন্দ্রনাথ গঙ্গোপাধ‌্যায় জানিয়েছেন, উৎসবে আলোকমালায় স্টেশন ও আনুষঙ্গিক বহু কিছু সাজানো হয়। এবার লোকাল ট্রেনেও আলোর বাড়তি সজ্জা থাকবে। নান্দনিক দৃষ্টিভঙ্গি রেখে ডিপোগুলিতে তারই প্রস্তুতি শুরু হয়েছে।

[আরও পড়ুন: উপাচার্য পেতে চলেছে যাদবপুর? ছাত্রমৃত্যুর আবহেই আজ জরুরি বৈঠকের ডাক রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement