shono
Advertisement
Singur

'আগে সিপিএম করতাম, এখন বিজেপি করি', সিঙ্গুরে মোদির সভায় বলছেন 'মদ্যপ ভক্ত'

মোদির সভার আগে মদ্যপের কীর্তি ভাইরাল, ভিডিও পোস্ট করে খোঁচা কুণাল ঘোষের।
Published By: Sucheta SenguptaPosted: 02:26 PM Jan 18, 2026Updated: 03:26 PM Jan 18, 2026

রাজনৈতিকভাবে রাজ্যে অন্যতম স্পর্শকাতর, আলোচিত কেন্দ্র সিঙ্গুরে আজ সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাব্বিশে বিধানসভা ভোটের আগে রেল প্রকল্পের উদ্বোধনে এই সিঙ্গুরকেই বেছে নিয়েছেন তিনি। তবে তার আগে সিঙ্গুরে কর্মী, সমর্থকদের কীর্তিকলাপ রীতিমতো ভাইরাল! সাতসকালে মদ্যপান করেই সভায় হাজির এক ভক্ত। তাঁর নাম সুকুমার। সিঙ্গুরেরই বাসিন্দা। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়ে মদ্যপের সাফ কথা, ''আগে সিপিএম করতাম। এখন বিজেপি করি।'' তাঁর ভিডিওটি পোস্ট করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, 'ওটা বড় কথা নয়। আলোচনার আসল বিষয় হল...। আগে সিপিএম করতাম। এখন বিজেপি করি। ... আজ প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভায় যাওয়ার আগে 'উল্লাস'...'।

Advertisement

সকাল থেকে মোদির জনসভা নিয়ে সিঙ্গুরের পারদ চড়েছে। ইতিমধ্যে বহু গেরুয়া সমর্থক প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য ভিড় জমিয়েছেন। তার ফাঁকেই দেখা হল সুকুমার নামে এক সমর্থকের সঙ্গে। সকাল সকাল নেশায় টইটম্বুর তিনি! সংবাদমাধ্যমে জড়ানো কণ্ঠেই বললেন, ''এখানে প্রধানমন্ত্রী আসছেন, আলোচনা বিষয় আছে। এখানে শিল্পের কথা বলা হবে। রেলওয়ে নিয়ে বার্তা দেবেন মোদি।এখানে তো টাটার কাজ হল না, গুজরাটে নিয়ে চলে গেল। তারপরই তো মোদি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে গেল। দিদিমনি এখানে ধরনা করেছিলেন। তখন কংগ্রেস সরকার ছিল। দিদিমনি ওর হাত ধরে উঠেছিল।''

'আপনি কি বিজেপি করেন?', এই প্রশ্নের জবাবে সুকুমার বলে উঠলেন, ''হ্যাঁ আমি বিজেপি করি। আগে সিপিএম করতাম, এখন আমি বিজেপি করি। কিচ্ছু করার নেই। শুধু ঝান্ডা নিয়ে নয়, আমি একেবারে মোদির ভক্ত। উনি আজ কী বলবেন, সেটা শুনতে এসেছি।'' এরপর সজোরে তিনি স্লোগান তুললেন 'জয় শ্রীরাম'। সুকুমারের 'মোদিভক্তি' নিয়ে কোনও বিষয় নয়। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠছে, মদ্যপ অবস্থায় মোদির প্রতি তাঁর এত আস্থা নাকি সুস্থ-স্বাভাবিভাবেই তিনি 'বাম' থেকে 'রাম' হয়ে গিয়েছেন?  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement