shono
Advertisement

‘তৃণমূলের শত্রু তৃণমূল নিজে’, বিতর্কিত মন্তব্য দলেরই দাপুটে নেতার!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই নেতার বক্তব্য। The post ‘তৃণমূলের শত্রু তৃণমূল নিজে’, বিতর্কিত মন্তব্য দলেরই দাপুটে নেতার! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:34 PM Aug 29, 2019Updated: 06:48 PM Aug 29, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ‘তৃণমূল হি তৃণমূল কা দুশমন হ্যায়। বিজেপি অউর সিপিএম সে উতনা ডর নেহি’। এই মন্তব্যটি কোনও বিরোধী দলনেতার নয়। খোদ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান ভি শিবদাসনের। মৃত কাউন্সিলর খালিদ খানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এই বিতর্কিত কথাগুলি বলেছেন তিনি। ফলে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন ভি শিবাদসন ওরফে দাশু। দলের জেলাস্তরের নেতার মুখে একথা শুনে হতাশ নীচুতলার কর্মীরা। তাঁদের মতে দাশুর এই মন্তব্য ছড়িয়ে পড়ায় ক্ষতি হবে পার্টিরই।

Advertisement

[আরও পড়ুন: বিরাটিতে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী]


কাউন্সিলর খালিদ খানের মৃত্যুর পর বুধবার বরাকরে গিয়েছিলেন ভি শিবদাসন। মৃত খালিদের পরিবারকে সমবেদনা জানান তিনি। দলের তরফ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। সেদিনই ওই কথাগুলি বলেন দাশু। গোপনে মোবাইলে ভিডিও রেকর্ড করে, পরে সোশাল মিডিয়ায় তা আপলোড দেয় অজ্ঞাতপরিচয় কেউ। ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতেই ওই বিতর্কিত কথাগুলি বলতে শোনা যায় তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যানকে।

কী বলেছেন দাশু? তিনি বলেন “পার্টির জন্মলগ্ন থেকে আমি রয়েছি। কিন্তু পার্টির আজকের হালচাল দেখে আমি খুশি নই। আমাদের শত্রু এখন আমাদের নিজেদের লোকেরাই। (হামারা দুশমন অব হামারে আপনে হি হ্যায়)। না বিজেপি আমাকে মারতে আসবে, না সিপিএম মারতে আসবে, না মারতে আসবে কংগ্রেস। আমার ভয় এখন আমার নিজের পার্টিকেই। এই দিন চলে এসেছে। কন্ট্রোলের বাইরে চলে গেছে সব।” এই ভিডিওতে শোনা যায় তিনি বলছেন, “মিডিয়া আমার রিয়েকশন জানতে চাইছিল। আমি কি বলবো। পুলিশের দোষ দেওয়া আমার মুখে মানায় না।”

[আরও পড়ুন: তারাপীঠে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, আতঙ্কিত পুণ্যার্থীরা]

পরে ভি শিবদাসনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাফাই দিয়ে বলেন, “মৃত কাউন্সিলারের পরিবার অভিযুক্তদের বার বার নাম করছিলেন। তাঁরাই বলছিলেন, ওরা তৃণমূল করে। তাই ওই পরিস্থিতিতে আমি এরকম কথা বলি। তিনি বলেন আমি আমার এই বক্তব্য মিডিয়াকে দিইনি, সভা সমিতি বা প্রকাশ্যেও বলিনি। বাড়ির মধ্যে একান্ত আলাপচারিতায় বলেছি। কেউ যদি গোপনে ভিডিও তুলে ভাইরাল করে দেয় আমারই বা কী করার আছে? এ ব্যাপারে পার্টির জেলা সভাপতি তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, কোন প্রসঙ্গে কী প্রেক্ষিত একথা বলেছেন? সে কথা না জেনে মন্তব্য করা উচিত নয়। তবে মুখে তিনি কিছু না বললেও রাজনৈতিক মহলের মতে, দাশু এই মূহূর্তে কোণঠাসা। লোকসভা ভোটে হারের পর তাঁর জেলা সভাপতির পদ খোয়া গিয়েছে। জেলায় তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দাশুরও নিজস্ব এক গোষ্ঠী রয়েছে।

The post ‘তৃণমূলের শত্রু তৃণমূল নিজে’, বিতর্কিত মন্তব্য দলেরই দাপুটে নেতার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার