shono
Advertisement

সাংসদের সই জাল করে আয়কর জমা! তাজ্জব কাকলি ঘোষ দস্তিদার

ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ৷ The post সাংসদের সই জাল করে আয়কর জমা! তাজ্জব কাকলি ঘোষ দস্তিদার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:20 PM Aug 01, 2019Updated: 01:20 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর জমা দিতে গিয়ে তাজ্জব বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ তাঁর সই জাল করে অন্য কেউ আয়কর জমা দিয়েছেন বলেই অভিযোগ৷ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ সাইবার সেলের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত বলেই জানান কাকলি ঘোষ দস্তিদার৷

Advertisement

[আরও পড়ুন: কাটমানি কোপে এবার মুকুল ও শুভ্রাংশু, কাঁচড়াপাড়ায় টার্গেট পিতা-পুত্র]

সাধারণত অনলাইনে আয়কর জমা দিয়ে থাকেন কাকলি ঘোষ দস্তিদার৷ তিনি জানাচ্ছেন, কোনও সময়েই সমস্যা হয়নি তাঁর৷ কিন্তু বুধবার এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী হলেন তৃণমূলের এই সাংসদ৷ তিনি বলেন, ‘‘বুধবার আমার লোকজন অনলাইনে আয়কর জমা দিতে গিয়েছিল৷ হঠাৎ জানতে পারলাম, অনলাইনে টাকা জমা পড়ে গিয়েছে৷ খোঁজখবর নিয়ে জানতে পারি, আমার কাগজপত্র, সই নকল করা হয়েছে৷ ওই কাগজপত্র বেঙ্গালুরুর আয়কর দপ্তরে পাঠানো হয়েছে৷ শুধু তাই নয়, আমার আয় কম দেখিয়ে জমা দেওয়া বাড়তি আয়কর ফেরতও চাওয়া হয়েছে৷’’

[আরও পড়ুন: প্রকাশ্যে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য নদিয়ার হাঁসখালিতে]

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের৷ তিনি বলেন, ‘‘এভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই কেউ বা কারা একাজ করেছে৷ শুধুমাত্র টাকা হাতানোর জন্য এই ধরনের সক্রিয় হয়েছে৷’’ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন কাকলি ঘোষ দস্তিদার৷ জেলা পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেছেন তিনি৷ সাইবার সেলের তরফে এই ঘটনা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও জানান কাকলি ঘোষ দস্তিদার৷

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’ কর্মসূচির বৈঠক সেরেই ধানখেতে নেমে পড়লেন তৃণমূল বিধায়ক]

এই ঘটনার কথা উল্লেখ করে কাকলি ঘোষ দস্তিদার সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘সবাইকে অনুরোধ করব নিজেদের ইনকাম ট্যাক্স ফাইল খতিয়ে দেখুন৷ প্রয়োজন হলে সাইবার সেলের সঙ্গে কথা বলুন৷’’

The post সাংসদের সই জাল করে আয়কর জমা! তাজ্জব কাকলি ঘোষ দস্তিদার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement