shono
Advertisement
Lifestyle News

শীতে পোষ্যের পাতে গরম খাবার, ভালো করতে গিয়ে ক্ষতি করছেন কিন্তু!

কী বলছেন বিশেষজ্ঞরা?
Published By: Tiyasha SarkarPosted: 04:29 PM Dec 16, 2025Updated: 06:41 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ পড়তে না পরতেই গরম খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায় কয়েকগুণ। যাদের বাড়িতে চারপেয়ে সন্তান রয়েছে, তাঁরা চেষ্টা করেন পোষ্যদের পাতেও গরম গরম খাবার পরিবেশনের। কিন্তু গরম খাবার আদৌ ওদের জন্য উপকারী? তা জানেন না অধিকাংশই। চলুন আজ জেনে নেওয়া যাক এবিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা।

Advertisement

একটি পোষ্যদের ক্লিনিকের প্রতিষ্ঠাতা চিকিৎসক বীরভান শীতের আমেজ পড়তেই তিনি পোষ্যদের উষ্ম খাবার ও জল দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে গরম নয়। তিনি জানান, যে সব প্রজাতির পশম ছোট, তাদের ক্ষেত্রে এই উষ্ম গরম খাবার খুবই ভালো। এতে ওরা আরাম পায়। উষ্ম গরম খাবারের স্বাদ যেমন ওরা উপভোগ করে একইভাবে এটা হজম করাও সহজ। একইভাবে উষ্ণ গরম জলও দেওয়ার কথা বলছেন চিকিৎসক। কারণ, শীতে জল খাওয়ার ক্ষেত্রেও অনীহা দেখা যায় সারমেয়দের মধ্যে। জল উষ্ম হলে তা খেয়ে নেয় ফলে শরীরে জলের ঘাটতি দেখা দেয় না। কিন্তু একেবারে গরম খাবার বা জল ভুলেও না।

তবে উষ্ণ খাবার ও জল দিয়েও কয়েকটি দিকে নজর রাখতে হবে

১. আগে নিজে হাত দিয়ে দেখে নিন বেশি গরম কি না। অতিরিক্ত গরম খাবার বা জল দিলে মুখ পুড়ে যেতে পারে।

২. ভুলেও গরম জল বা খাবার দীর্ঘক্ষণ না রেখে রাখবেন না। রাখলে তা পরে দেবেন না।

৩. খাবারের তাপমাত্রা বদলের পর সারমের মলে কোনও পরিবর্তন হয়েছে কি না, দেখুন। যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

৪. শীতের মরশুমে উষ্ণ খাবার-জল দিলেও তা দীর্ঘসময়ের রুটিন বানিয়ে ফেলবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement