সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা মঞ্চে এক তরুণীর হিজাবে টান মেরে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড়। ঘটনার কড়া নিন্দা করেছে কংগ্রেস এবং আরজেডি। এমনকী প্রতিবাদে সরব হয়েছেন আমজনতাও। এবার সংশ্লিষ্ট ইস্যুতে গর্জে উঠলেন 'দঙ্গল গার্ল' জায়রা ওয়াসিম।
ঠিক কী ঘটেছে? সোমবার পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। সেই সময়েই হিজাব পরিহিতা জনৈক তরুণী মঞ্চে ওঠেন। ভিডিওতে দেখা যায়, হাসিমুখেই নীতীশ তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। তবে পরক্ষণেই বিহারের মুখ্যমন্ত্রী যা করলেন, তাতে নিন্দার ঝড় সোশাল পাড়া থেকে রাজনৈতিকমহলে। দেখা যায়, তরুণীর হিজাবে হ্যাঁচকা টান মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন ওই তরুণীও! তারপরই মঞ্চ থেকে নেমে যান তিনি (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সংশ্লিষ্ট ঘটনা ভাইরাল হতেই মাঠে নামলেন জায়রা ওয়াসিম।
বছর খানেক আগেই ধর্মের টানে বলিউড ছেড়েছেন 'দঙ্গল গার্ল'। তবে এই বাণপ্রস্থ অধ্যায়ে একাধিকবার বোরখা-হিজাব পরা নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে চর্চায় শিরোনামে ঠাঁই পেয়েছেন জায়রা ওয়াসিম। এবার নীতীশের ভাইরাল কীর্তি নিয়েও গর্জে উঠলেন। সোশাল মিডিয়া পোস্টে প্রাক্তন অভিনেত্রী লিখেছেন, "একজন নারীর মর্যাদা নিয়ে খেলা উচিত নয়। সেটাও আবার ভরা মঞ্চে, প্রকাশ্যে। একজন ইসলাম ধর্মাবলম্বী নারী হিসেবে অন্য এক নারীর হিজাব নিয়ে অপ্রত্যাশিত টানাটানি দেখে খুবই রাগ হচ্ছে।" এরপরই নীতীশকে খোঁচা দিয়ে জায়রার সংযোজন, "সেটাও আবার মুখে এমন নির্লিপ্ত হাসি নিয়ে! ক্ষমতা কিন্তু আপনাকে সীমা লঙ্ঘনের অধিকার দেয় না। নীতীশ কুমার আপনার উচিত ওই মহিলার কাছ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেওয়া।" উল্লেখ্য, আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় কেরিয়ারে হাতেখড়ি জায়রা ওয়াসিমের। আর পয়লা সিনেমাতেই বলিউডি লাইমলাইট কেড়ে নিয়েছিলেন দঙ্গলকন্যা। তবে ২০১৯ সালে আচমকাই ধর্মের দোহাই দিয়ে অভিনয়কে 'আলবিদা' জানান জায়রা। তবে অভিনয় ছাড়লেও তাঁর প্রতিবাদীকণ্ঠ দমে যায়নি।
