shono
Advertisement
Jalpaiguri

স্ত্রীকে 'খুন' করতেই হানা পুলিশের, বাঁচতে সন্তানদের গলায় অস্ত্র ধরে নিজেকে গৃহবন্দি করল যুবক!

তুমুল শোরগোল জলপাইগুড়িতে।
Published By: Tiyasha SarkarPosted: 02:10 PM Apr 30, 2025Updated: 02:13 PM Apr 30, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে 'খুন'। পুলিশের হাত থেকে বাঁচতে ছেলেমেয়ের গলায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে গৃহবন্দি করল যুবক! সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল জলপাইগুড়ির রায়পুর চা বাগানে। অভিযুক্তকে নিরস্ত্র করে গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ। ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। আতঙ্কিত স্থানীয়রা। দীর্ঘ কয়েকঘণ্টা লড়াই শেষে গ্রেপ্তার যুবক।

Advertisement

জানা গিয়েছে, জলপাইগুড়ির রায়পুর চা বাগানের বাসিন্দা ওই যুবকের নাম অজয় মুণ্ডা। স্ত্রী কুসুম মুণ্ডা ও সন্তানদের নিয়ে সংসার তার। অভিযোগ, বুধবার সকালে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় অজয়। এলোপাথারি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কুসুম। সামনেই ছিল দম্পতির দুই সন্তান। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে তারা। প্রতিবেশীরা কোনওভাবে বিষয়টি জানতে পারেন। খবর যায় থানায়। পুলিশ বাড়িতে যেতেই আতঙ্কিত হয়ে পড়ে অজয়।

সূত্রের খবর, পুলিশের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে ওঠে অজয়। দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে নিজেকে গৃহবন্দি করে ফেলে সে। এদিকে তাকে নিরস্ত্র করতে গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বেশ কিছুক্ষণের 'যুদ্ধ' শেষে অজয়কে পরাস্ত করে পুলিশ। দুই শিশুকে উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছে যুবককে। কেন এই হত্যাকাণ্ড? তা জানতে ধৃতকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে 'খুন'। পুলিশের হাত থেকে বাঁচতে ছেলে-মেয়ের গলায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে গৃহবন্দি করল যুবক!
  • সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল জলপাইগুড়ির রায়পুর চা বাগানে।
  • অভিযুক্তকে নিরস্ত্র করে গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ। ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। আতঙ্কিত স্থানীয়রা। দীর্ঘ কয়েকঘণ্টা লড়াই শেষে গ্রেপ্তার যুবক।
Advertisement