shono
Advertisement
Kharagpur

'আত্মরক্ষায় পালটা মার', 'জুতোপেটা' কাণ্ডে শোকজের জবাবে সাফাই তৃণমূলের বেবি কোলের

কিন্তু দলের জেলা সভাপতি জবাবি চিঠি পাননি বলেই দাবি।
Published By: Tiyasha SarkarPosted: 07:32 PM Jul 06, 2025Updated: 07:32 PM Jul 06, 2025

অংশুপ্রতিম পাল, খড়গপুর: অবশেষে শোকজের জবাব দিলেন খড়গপুরের বিতর্কিত তৃণমূল নেত্রী বেবি কোলে। কিন্তু তা পেলেন না দলের জেলা সভাপতি! উলটে তা ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়!

Advertisement

খড়গপুরের সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পরই তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বেবি কোলেকে শোকজ করেন। তাঁকে বলা হয় তিনদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য। কিন্তু সেই চিঠির জবার তিনি পাঁচদিন পর দিলেন। সেই চিঠি আবার জেলা সভাপতি পেলেনও না। ২ পাতার সেই চিঠি রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ঘুরছে। যদিও এই ব্যাপারে বেবি কোলে শর্মা কিছু বলতে চাননি। তবে শোকজের উত্তরে তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি। কারণ, এই ঘটনা কোনও রাজনৈতিক বিষয় নয়। পুরোটাই ব্যাক্তিগত।

চিঠিতে বেবি কোলে লিখেছেন, "প্রথমে অনিল দাস আমাকে হেনস্থা করেন। নিজেকে রক্ষা করতেই আমি প্রতিরোধ করি।" তিনি আরও লেখেন, "আমি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ওই ব্যাক্তি আমার ব্যাক্তিগত ও পারিবারিক জীবনে লাগাতার হস্তক্ষেপ করেছেন। সুযোগ পেলে আমি সবকিছু আপনাকে জানাতে চাই। এই চিঠিতে সবকিছু বলা সম্ভব নয়।" এদিকে এই ব্যাপারে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, "আমি বেবি কোলে শর্মার কোনও জবাবি চিঠি পাইনি অফিসিয়ালি। তাই এই মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আগে শোকজের জবাব পাই, তারপর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করব।" এদিকে নিগৃহীত প্রবীণ বামপন্থী নেতা অনিল দাস রবিবার ফের পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বললেন, "পুলিশের ভূমিকা ঠিক নয়। সঠিক তদন্ত হচ্ছে বলে মনে হচ্ছে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে শোকজের জবাব দিলেন খড়গপুরের বিতর্কিত তৃণমূল নেত্রী বেবি কোলে।
  • কিন্তু তা পেলেন না দলের জেলা সভাপতি! উলটে তা ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়!
Advertisement