shono
Advertisement

‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র

দলত্যাগের জল্পনা বাড়িয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন বীজপুরের বিধায়ক৷ The post ‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM May 01, 2019Updated: 04:22 PM May 01, 2019

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ‘‘নির্বাচন মিটলেই আবার আমাকে চোর অপবাদ দেওয়া হবে৷ আবার শুনতে হবে গলি গলি ম্যায় শোর হ্যায়, বাপ-বেটা চোর হ্যায়৷ আমার বাবাকে আঘাত করলে উনি ভুলে যান৷ কিন্তু আমি পালটা ছুরি বসাতে জানি৷’’ এভাবেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বীজপুরের বিধায়ক তথা মুকুলপুত্র শুভ্রাংশু রায়৷ দলের প্রতি তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলায়৷ এবং বারবার তাঁকে সমালোচনার মুখে ফেলায় ও বিজেপিতে যোগদানের জল্পনায়, এভাবেই প্রতিক্রিয়া দিলেন মুকুলপুত্র৷

Advertisement

[ আরও পড়ুন: ‘অনুপ্রবেশকারীরা মমতার ভোটব্যাংক’, তোপ দাগলেন অমিত শাহ]

বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে মঙ্গলবার রাতে কাঁচড়াপাড়ার লিচুবাগান এলাকায় একটি প্রচারসভায় অংশগ্রহণ করেন শুভ্রাংশু রায়৷ বিরোধীদের পাশাপাশি সেই মঞ্চ থেকে দলের অন্দরে থাকা তাঁর সমালোচকদেরও নিশানা করেন তিনি৷ অভিযোগের সুরে জানান, বারবার অপমান করা হচ্ছে৷ অপবাদ দেওয়া হচ্ছে৷ ‘চোর’ বদনাম দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমি কী অন্যায় করেছি। আমি কি কখনও বলেছি, যে ভোটটা বিজেপিকে দিতে হবে? তৃণমূল করাটা কি আমার অন্যায়? এখন দলের হয়ে প্রচার করছি৷ নির্বাচন মিটলেই আমাকে চোর অপবাদ দেওয়া হবে৷ সমালোচনা শুনতে শুনতে আমি ক্লান্ত৷’’ মুকুলপুত্র যখন মঞ্চে দাঁড়িয়ে এই জ্বালাময় বক্তৃতা দিচ্ছেন, তখন সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা৷ এই বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, শুভ্রাংশুর বিদ্রোহীরূপ দেখে অস্বস্তি চেপে রাখতে পারেননি তাঁরা৷

[ আরও পড়ুন: প্রথম লোকসভা নির্বাচনের স্মৃতি নিয়ে এবারও ভোট দেবেন শতায়ু অতুল ]

তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার দলের একাংশের প্রতি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন শুভ্রাংশু৷ দিন কয়েক আগে ফেসবুকেও এর প্রতিবাদ করেন বীজপুরের বিধায়ক৷ লেখেন, ‘‘অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গিয়েছে৷’’ তখনই তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়৷ যা এদিনের পর নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও তিনি তৃণমূলেই থাকবেন বলে জানিয়েছেন শুভ্রাংশু রায়৷ এবং এই বিষয়ে তিনি পাশে পেয়েছেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলে সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও৷

The post ‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement