রঞ্জন মহাপাত্র, কাঁথি: হোটেলের তিনতলা থেকে নিচে পড়ে নিউ দিঘায় পর্যটকের মৃত্যু। এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের ভিড়। দুর্ঘটনা নাকি খুন, তা নিয়ে ধন্দে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে শুরু তদন্ত।
মৃত অর্পণ মিত্র, কলকাতার পাটুলি থানার বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা। সপরিবারে দিঘায় বেড়াতে যান তিনি। নিউ দিঘার একটি হোটেলে ছিলেন। পরিবারের দাবি, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ হোটেলের নিচে পড়ে যান বছর একান্নর অর্পণ। রক্তারক্তি কাণ্ড ঘটে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। অর্পণের ছেলে অর্ক মিত্রের দাবি, “বাবার মুখ, নাক, কান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয়।”
[আরও পড়ুন: মোদি যখন গীতিকার…, এই মহৎ কারণে প্রধানমন্ত্রীর লেখা গান গাইবেন গ্র্যামি জয়ী গায়িকা]
কীভাবে ওই মাঝবয়সি ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে হঠাৎ হোটেলের তিন তলা থেকে তিনি পড়ে গেলেন, স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না তাঁর পরিবারের লোকজনেরাও। দিঘা মোহনা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিজন ও হোটেলের লোকজনদের সঙ্গে কথা বলে আসল কারণের খোঁজ শুরু করেছে পুলিশ।
