সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শাহজাহান (Shahjahan Sheikh) কাণ্ড মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, “এত বড় পৃথিবী। কাউকে খুঁজে পাওয়া এত সোজা নয়।” এই মন্তব্যে দানা বাঁধছে বিতর্ক। ওয়াকিবহল মহলের দাবি, শাহজাহানের পাশেই দাঁড়াচ্ছেন দলের মুখপাত্র।
সন্দেশখালিতে ইডির হানা ও আক্রান্ত হওয়ার ঘটনার পর পেরিয়েছে ২৬ দিন। এখনও পুলিশের খাতায় ‘ফেরার’ শেখ শাহজাহান। এদিকে তিনি সোশাল মিডিয়ায় ‘অ্যাকটিভ’। স্বাভাবিকভাবেই বারবার প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা। প্রশ্নের মুখে পড়ছে শাসকদলও। এসবের মাঝে এবার শাহজাহান কাণ্ডে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, “শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে। এত বড় পৃথিবী। কোথায় একজন আছেন খুঁজে পাওয়া কী এত সহজ ব্যাপার! পুলিশ খোঁজার চেষ্টা করছে।”
[আরও পড়ুন: ‘জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে’, নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী]
শাহজাহান প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন প্রসঙ্গ তোলেন কুণাল ঘোষ। বলেন, “একসময় সিপিআইএম নিরুপম সেনদের খুঁজে পাননি। পরে দেখা গেল তাঁরা মন্ত্রী হয়ে গিয়েছেন। খুঁজে পাওয়া একটা কঠিন ব্যাপার।” এই মন্তব্যের পালটা দিয়েছেন বিরোধীরা। শাহজাহানকে গ্রেপ্তার না করার নেপথ্যে শাসকদলের মদত রয়েছে বলে দাবি বাম-বিজেপির। প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহান কাণ্ডে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শাহজাহানকে কার্যত স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।