shono
Advertisement

তুষারশুভ্র উত্তর সিকিমের লাচুং-লাচেন, দার্জিলিংয়েও তাপমাত্রা হিমাঙ্কের নিচে

সিকিম-দার্জিলিংয়ে পর্যটকদের ঢল। The post তুষারশুভ্র উত্তর সিকিমের লাচুং-লাচেন, দার্জিলিংয়েও তাপমাত্রা হিমাঙ্কের নিচে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Jan 06, 2018Updated: 10:50 AM Jan 06, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পর্যটকদের ভিড়ে গমগম করছে সিকিম। উত্তর সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু, থাঙ্গু এলাকা ঢেকে গিয়েছে পুরু বরফের নিচে। রাস্তা খোলা থাকলেও যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। ছাঙ্গুতেও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। গ্যাংটকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।

Advertisement

[নজরে চিন, সিকিমে ১৫ হাজার ফুট উঁচুতে চালু পেট্রল পাম্প]

বৃহস্পতিবার রাত থেকেই উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ৭ ডিগ্রি। শিলিগুড়িতে ৮-৯ ডিগ্রি। রাতের দিকে সান্দাকফু, ফালুটে একধাক্কায় তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের নিচে। হোটেল মালিক ও গাড়ি চালকদের পোয়াবারো। রাজনৈতিক উত্তেজনা খানিকটা কমতেই পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিং ও সিকিমে। আগাম বুকিং ছাড়া হোটেল পাওয়া প্রায় অনিশ্চিত।

[পুরু বরফে ঢাকল নাথুলার রাস্তা, দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা]

বুকিংয়ের দাপটে হোটেল মালিক ও গাড়ির মালিকদের মুখে এখন চওড়া হাসি। বেশ কয়েকটি রাস্তা বরফের চাদরে ঢাকা পড়েছে। সিকিমের তুষারপাতের ফলে সিকিম সংলগ্ন দার্জিলিং জেলার শিলিগুড়িতেও তুলনামূলকভাবে তাপমাত্রা কমেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী কয়েকমাস পর্যটকদের এই ভিড় চলতে থাকলে বিগত কয়েক মাসের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে। গত দু’দিন ধরে কুয়াশার চাদরে মুখ ঢেকেছে প্রায় গোটা উত্তরবঙ্গ। সঙ্গে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। দেরিতে হলেও জাঁকিয়ে শীত পড়ায় খুশি পর্যটকরা। ইস্টার্ন হিমালয়ান ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সন্দীপ ঘোষ জানিয়েছেন, পর্যটকদের সংখ্যা বাড়ায় তাঁরা খুশি।

দেখুন ভিডিও:

[ছবি ও ভিডিও: প্রতিবেদক]

The post তুষারশুভ্র উত্তর সিকিমের লাচুং-লাচেন, দার্জিলিংয়েও তাপমাত্রা হিমাঙ্কের নিচে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement