shono
Advertisement

উত্তর ২৪ পরগনা ও হাওড়ার কোথায় কোথায় লকডাউন? দেখে নিন সেই তালিকা

কনটেনমেন্ট জোনে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে জারি হবে লকডাউন। The post উত্তর ২৪ পরগনা ও হাওড়ার কোথায় কোথায় লকডাউন? দেখে নিন সেই তালিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Jul 08, 2020Updated: 08:43 PM Jul 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলকের দ্বিতীয় পর্যায়ের শুরু থেকেই হুড়মুড়িয়ে বাড়ছে করোনা (Corona Virus) সংক্রমণ। বুধবার তো রাজ্যের পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে গত ২৪ ঘণ্টার সংক্রমণ। একলাফে ২৪ হাজারের গণ্ডি পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে ফের সাতদিনের জন্য রাজ্যে লকডাউন (Lockdown) জারি করা হচ্ছে। তবে রাজ্যের সর্বত্র নয়। বিভিন্ন জেলার কনটেনমেন্ট জোনগুলিতে (Containment Zone) কড়াকড়িভাবে লকডাউন পালন করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বড় এলাকা নয়, বরং বাড়ির ঠিকানা ও রাস্তার নাম ধরে ধরে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। সেই মতো বুধবার সন্ধেয় এগিয়ে বাংলা ওয়েবসাইটে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। আপনার বাড়িও কি সেই তালিকার মধ্যে রয়েছে, জেনে নিন প্রতিবেদনটি পড়ে।

Advertisement

উত্তর ২৪ পরগণায় মোট ৯৪টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত ১১টি এলাকা রয়েছে এই তালিকায়। এদিক বারাসত সাব ডিভিশনের মধ্যে ৪৬ টি কনটেনমেন্ট জোন রয়েছে। বসিরহাট সাব ডিভিশনে রয়েছে ১২টি কনটেনমেন্ট জোন। বিধাননগরের অন্তর্গত ১০টি ও ব্যারাকপুরের অন্তর্গত ২৬টি এলাকাকে কনটেনমনেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দেখে নিন সেই তালিকা- https://wb.gov.in/Containment_zone/North_24_Pgs(Affected).pdf

[আরও পড়ুন : ক্রমশই উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, একদিনে সংক্রমিত হাজার ছুঁইছুঁই]

এদিকে রোগীর সংখ্যা বাড়লেও কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমল হাওড়ায়। বর্তমানে হাওড়ায় মোট ৫৬টি কনটেইনমেন্ট জোন রয়েছে। এর মধ্যে হাওড়া শহর এলাকায় ১৭টি এবং গ্রামীণ এলাকায় ৩৯ টি এলাকায় এলাকা কনটেনমেন্ট জোনের অন্তর্ভুক্ত হয়েছে।  উদয়নারায়ণপুর ব্লকে রয়েছে ১১ টি এবং জগৎবল্লভপুর ব্লকে রয়েছে দশটি। বাকি ব্লকগুলোতে একটি অথবা দুটি করে জায়গা রয়েছে কনটেইনমেন্ট জোনের মধ্যে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাওড়ার গ্রামীণ এলাকার মধ্যে উলুবেড়িয়া পুরসভা এলাকায় একটি, বালি জগাছা ব্লকে একটি, পাঁচলা ব্লকে একটি, শ্যামপুর এক নম্বর ব্লকের দুটি ও শ্যামপুর দু’নম্বর ব্লকে একটি, আমতা ১ নম্বর ব্লকে দুটি, আমতা দু’নম্বর ব্লকে একটি, বাগনান দু’নম্বর ব্লকে একটি, সাঁকরাইল ব্লক এ দুটি, উদয়নারায়নপুর ব্লকে এগারোটি, ডোমজুড় দুটি, জগৎবল্লভপুরে দশটি, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের দুটি ও উলুবেড়িয়া দু’নম্বর ব্লকে দুটি এলাকা রয়েছে কনটেনমেন্ট জোনে। তবে বাগনান ১ নম্বর ব্লকের কোন জায়গা কনটেনমেন্ট জোনে নেই। দেখে নিন তালিকা- https://wb.gov.in/Containment_zone/Howrah.pdf

প্রসঙ্গত, এদিন দক্ষিণ ২৪ পরগনার কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়নি। 

[আরও পড়ুন :‘ঘরে বসে টুকে দিয়েছে’, দক্ষিণ ২৪ পরগনার কনটেনমেন্ট জোনের তালিকা দেখে রেগে আগুন মমতা]

The post উত্তর ২৪ পরগনা ও হাওড়ার কোথায় কোথায় লকডাউন? দেখে নিন সেই তালিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার