shono
Advertisement

জমি দখলের অভিযোগ, অগ্নিগর্ভ সন্দেশখালিতে ফের তৃণমূল নেতার বাড়িতে চড়াও জনতা

অজিত মাইতির পর বিনয় সর্দার। সন্দেশখালির হালদারপাড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীর রোষের মুখে তৃণমূল নেতা। শনিবার সকালে বিনয়ের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। তৃণমূল নেতার পরিবারের লোকজনকে মারধরের চেষ্টাও করা হয়।
Posted: 01:05 PM Feb 24, 2024Updated: 02:37 PM Feb 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিত মাইতির পর বিনয় সর্দার। সন্দেশখালির হালদারপাড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীর রোষের মুখে তৃণমূল নেতা। শনিবার সকালে বিনয়ের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। তৃণমূল নেতার পরিবারের লোকজনকে মারধরের চেষ্টাও করা হয়।

Advertisement

বিনয় সর্দার স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। তিনি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। বিনয়ের বিরুদ্ধেও জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শনিবার সকালে হালদারপাড়ায় গ্রামবাসীদের রোষের মুখে তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবার। তৃণমূল নেতার পরিবারের লোকজনকে ধাওয়া করে মারধরের চেষ্টা করা হয় বলেই অভিযোগ। বলে রাখা ভালো, এর আগে শুক্রবার রোষের মুখে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি। তাঁর বাড়িতে চড়াও হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। ইটবৃষ্টিও হয়। কোনক্রমে এলাকা ছেড়ে ক্ষুব্ধ জনতার রোষ থেকে মুক্তি পান ওই তৃণমূল নেতা।

[আরও পড়ুন: খেলতে খেলতেই নেমে এল বিপর্যয়, হৃদরোগ প্রাণ কাড়ল কর্নাটক ক্রিকেটারের]

এদিকে, সন্দেশখালির বেড়মজুরের দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন। গোটা গ্রাম ঘুরে দেখেন ডিজি রাজীব কুমার। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যা। শনিবার সকালে এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। SDPO হাসনাবাদ সকালে বেড়মজুর যান। বেড়মজুরের কাটপুল বাজারে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়। কারও কোনও সমস্যা থাকলে এখানে অভিযোগ জানাতে পারেন গ্রামবাসীরা। সেই অভিযোগ পাওয়ার পরই নেওয়া হবে উপযুক্ত বন্দোবস্ত।

[আরও পড়ুন: রাজ্যের মিড ডে মিলকে দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, ‘সত্যের জয়’, দাবি ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার