shono
Advertisement
Long Distance Train

ব্যান্ডেল থেকে চলবে দূরপাল্লার ট্রেন! হাওড়া স্টেশনের বাড়তি চাপ কমাতে ভাবনা রেলের

সাংবাদিক সম্মেলনে ঘোষণা হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমারের।
Published By: Paramita PaulPosted: 08:04 PM Apr 16, 2025Updated: 08:04 PM Apr 16, 2025

সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশনে বাড়তি চাপ কমাতে এবার ব্যান্ডেল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল। বুধবার সাংবাদিক সম্মেলনে হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানান, ব্যান্ডেলে ইয়ার্ড থেকে কোচিং ডিপো, স্টেশনের উন্নয়ন করা হচ্ছে। যাতে সেখান থেকে উত্তর ভারত ও পূর্ব ভারতের জন্য দূরপাল্লার ট্রেন চালানো যায়।

Advertisement

ব্যান্ডেলের পাশে বাঁশবেরিয়ায় গতি শক্তির কার্গো টার্মিনাল তৈরি হচ্ছে। যা এ বছরই চালু করা হবে। হাওড়া স্টেশনের অদূরে নবনির্মিত চাঁদমারি ও বেনারস ব্রিজ এই বছর খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। চলতি বছরের মধ্যে হাওড়া ডিআরএম দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হবে নবনির্মিত ভবনে (রেল মিউজিয়ামের পাশে)। হাওড়া ডিভিশনে বেশ কিছু স্টেশন ট্রেনের থেকে বেশ নিচু হয়ে ওঠা-নামাপ সময় অসুবিধার মধ্যে পড়েন যাত্রীর। সেই সমস্যা মেটাতে প্ল্যাটফর্মগুলি উঁচু করা হবে এক-দেড় বছরের মধ্যে বলে ডিআরএম এদিন জানান।

হাওড়া ডিভিশন রেলের সবচেয়ে পুরোনো ডিভিশন। ১৯২৫ সালে এটি নতুন ডিভিশনের রূপ নেয়। ডিভিশনের একশো বছর পালিত হবে নানা অনুষ্ঠানের মাধ্যমে। এক মাস ধরে চলবে এই অনুষ্ঠান। যার মধ্যে হাওড়া নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে এক মাসের মধ্যে। রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে শতবর্ষ উদযাপনের ছবি আঁকা হবে। লোকাল ট্রেনেও এই বিষয়ের উপর ছবি আঁকা হবে। ডিভিশনের স্টেশনগুলিতে এক মাস ধরে নানা কর্মসূচি পালিত হবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়া স্টেশনে বাড়তি চাপ কমাতে এবার ব্যান্ডেল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল।
  • হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানান, ব্যান্ডেলে ইয়ার্ড থেকে কোচিং ডিপো, স্টেশনের উন্নয়ন করা হচ্ছে।
  • সেখান থেকে উত্তর ভারত ও পূর্ব ভারতের জন্য দূরপাল্লার ট্রেন চালানো যায়।
Advertisement