সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা করাতে গিয়ে মধ্যবিত্তর নাভিশ্বাস। যদি কঠিন অসুখ হয়, তাহলে তো কথাই নেই। চিকিৎসার খরচ জোগাতে ঘটিবাটিও বেচে ফেলতে হয় মধ্যবিত্ত পরিবারকে। এই পরিস্থিতিতে এড়াতে ও মধ্যবিত্তের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বিশিষ্ট বাঙালি শিল্পপতি স্বপনসাধন বোস। যিনি টুটু বোস নামেই অধিক পরিচিত। তাঁর উদ্যোগেই হাওড়ার শিবপুরে চালু হল আশুতোষ বোস মেমোরিয়াল কিডনি কেয়ার ক্লিনিক। যেখানে স্বল্পমূল্যে হবে কিডনির চিকিৎসা, ডায়ালিসিস-সহ একাধিক শারীরিক পরীক্ষাও। অল্প খরচে মিলবে ওষুধও। রবীন্দ্রজয়ন্তীর দিন সকালে মন্ত্রী অরূপ রায়, সাংবাদিক কুণাল ঘোষ সর্বোপরি শিল্পপতি টুটু বোসের সপরিবার উপস্থিতিতে পথ চলা শুরু করল দাতব্য চিকিৎসালয়টি।
[আরও পড়ুন: ‘মুসলিমরা কখনই সহনশীল হন না, মুখোশ পরে থাকেন’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]
হাওড়ার শিবপুরে শিল্পপতি স্বপনসাধন বোসের আদি বাড়ি। তাঁর পিতামহ আশুতোষ বোসের বাসভবন। কিডনি কেয়ার সোসাইটির সহযোগিতায় সেই বাড়ির একাংশেই তৈরি হল কিডনি চিকিৎসা কেন্দ্র। অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সেখানে যেমন ডায়ালিসিস হবে, তেমনই হবে অন্যান্য শারীরিক পরীক্ষাও। রয়েছে একটি অপারেশন থিয়েটারও। এ প্রসঙ্গে কিডনি কেয়ার ক্লিনিকের অন্যতম সহযোগী ডা. প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, কিডনির চিকিৎসা যথেষ্ট খরচ সাপেক্ষ। সেই খরচ কমাতে এই সেন্টার চালু হল। ভবিষ্যতে আরও উন্নত করা হবে। এই মহান উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন শিল্পপতি স্বপনসাধন বোসকেও।
[আরও পড়ুন: বিজেপির ‘দুর্নীতি’ নিয়ে বিজ্ঞাপন, রাহুল-সহ তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা বিজেপির]
এ প্রসঙ্গে টুটু বোস বলেন, “হাওড়া নিম্ন মধ্যবিত্ত এলাকা। পরিবারের সকলে মিলে ঠিক করেছি হাওড়ার জন্য কিছু করতে হবে। এখানে কিডনির চিকিৎসার পাশাপাশি, প্য়াথোলজি, রেডিওলজি রয়েছে। সমস্ত খরচ রামকৃষ্ণ মিশনের চেয়ে এক টাকা কম।” বোস পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক কুণাল ঘোষ। তাঁর কথায়, ”টুটু বসু হাওড়ার ভূমিপুত্র। অনেকে নিজের পুরনো বাড়িতে অনেক কিছু করেন। উনি নিজের পূর্বপুরুষের ভিটেতে দাতব্য় চিকিৎসালয় করলেন। ভবিষ্যতে এই চিকিৎসালয় আরও উন্নত করার ভাবনা রয়েছে ওঁদের।”
