shono
Advertisement
Madan Mitra

'বাঙালিকে বাংলাদেশি বললে হাত মুচড়ে দেবে কর্মীরা', বিজেপিকে মদন বাণ, পালটা অর্জুনের

বেলঘরিয়ার সভা থেকে বিজেপিকে একহাত নেন মদন।
Published By: Subhankar PatraPosted: 04:23 PM Jul 19, 2025Updated: 04:47 PM Jul 19, 2025

অর্ণব দাস, বারাকপুর: বাঙালিকে বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দিয়ে দাগিয়ে দিলে বিজেপির হাত মুচড়ে ভেঙে দেবেন তৃণমূলের কর্মীরা। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলাদেশি হিসাবে দাগিয়ে হেনস্তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেলঘরিয়ায় ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি সভায় হুঁশিয়ারি মদনের। মদনের পায়ের তলার মাটি সরে গিয়েছে। পালটা দিয়েছেন বিজেপির অর্জুন সিং।

Advertisement

বেলঘরিয়ার সভা থেকে বিজেপিকে একহাত নেন মমতার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। বাঙালিরদের হেনস্তা করা হলে সবার আগে এগিয়ে যাবে তৃণমূলের যুবকর্মীরা। এই বার্তা দিয়ে মদন মিত্রের হুঁশিয়ারি, "বাংলা ভালোবাসতে পারে। যদি কেউ মনে করে থাকেন বাঙালি ও বাংলার মানুষ প্রতিবাদ করতে পারেন না। তাহলে জেনে রাখুন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা লাগানো হবে, সেদিন বিজেপির ওই হাতের মুঠো কী করে ভেঙে দিতে হয়, সেই জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে।" এই লড়াইতে গোটা দেশ তাঁদের পাশে দাঁড়াবে বলে মনে করছেন মদন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বাংলায় কাজ করা কোনও ভিন রাজ্যের বাসিন্দার উপর যদি হামলা করা হয়, তাহলেও সবার আগে বাঙালি তৃণমূল কর্মী এগিয়ে যাবেন।

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে ভিনরাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এর প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গর্জে উঠলেন মদন মিত্র। তবে মদনের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, "মদনের পায়ের তলার মাটি সরে গিয়েছে। প্রচারের আলো, খবরে ভেসে থাকতে এই রকম মন্তব্য করেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঙালিকে বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দিয়ে দাগিয়ে দিলে বিজেপির হাত মুচড়ে ভেঙে দেবেন তৃণমূলের কর্মীরা।
  • ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলাদেশি হিসাবে দাগিয়ে হেনস্তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র।
  • বেলঘরিয়ায় ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি সভায় হুঁশিয়ারি মদনের।
Advertisement