shono
Advertisement

খাতির বাড়ছে কাজের মাসিদের, আসছে লাখপতি হওয়ার টোপ

যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন ব্যর্থ হচ্ছে৷ The post খাতির বাড়ছে কাজের মাসিদের, আসছে লাখপতি হওয়ার টোপ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Nov 15, 2016Updated: 10:58 AM Nov 15, 2016

দীপঙ্কর মণ্ডল: ঘরের কোনা মুছতে এক লাখ, খাটের তলা মুছতে আরও দু’লাখ লাগবে৷ কাজের মাসির এহেন দাবিতে আকাশ থেকে পড়েন কর্তা-গিন্নি৷

Advertisement

বিজ্ঞাপনী কল্পনা এবার বাস্তবে৷

অঢেল টাকার ‘গতি করতে’ কাজের মাসিদের কাছে অনুরোধ আসছে৷ দুই ২৪ পরগনা-সহ শহর সংলগ্ন জেলাগুলি থেকে কলকাতায় কাজ করতে আসেন বহু মহিলা৷ ভোরের ট্রেনে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে নামেন তাঁরা৷ দিনভর কাজের শেষে রাতে বাড়ি ফেরেন৷ বাড়ি ফেরার পথে কয়েকজন জানালেন, “ফ্ল্যাট কিংবা বাড়ি বাড়ি কাজে অসম্মান জোটা দস্তুর৷ কিন্তু পাঁচশো এবং হাজারের নোট বাতিল হওয়ার পর থেকে আমাদের খাতির বেড়েছে৷” ক্যানিংয়ের এক মহিলা জানালেন, “কর্তা-গিন্নি হঠাৎ করে খাতির করছেন৷ জগদ্ধাত্রী পুজোর প্রসাদ হিসাবে মিষ্টির প্যাকেট দিয়েছেন৷ এত আপ্যায়নের কারণ বুঝতে পারছিলাম না৷ পরে একটা প্যাকেট দিয়ে তাঁরা বললেন তোমার অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখবে? পরে সময় সুযোগমতো ফেরত দিও৷” ক্যানিংয়ের ওই মহিলাই শুধু নয়, এমন আবেদন যাচ্ছে বহু কাজের মাসির কাছে৷ অ্যাকাউন্টে টাকা রাখতে রাজি হলে প্রতি লাখে পাঁচ হাজার টাকার অফার দেওয়া হচ্ছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য আবেদন ব্যর্থ হচ্ছে৷ অস্থায়ী লাখপতি হওয়ার লোভ থেকে বিরত থাকছেন কাজের মাসিরা৷

শুধু কাজের মাসিরাই নন, হিসাব বহির্ভূত টাকা রাখতে বিভিন্ন পুজো উদ্যোক্তার সঙ্গে যোগাযোগের খবরও পাওয়া যাচ্ছে৷ ব্যবসায়ীদের একটা অংশ কাঁচা বিলে কাজ করেন৷ উপার্জিত টাকার বড় অংশ অফিসে বা বাড়িতে থাকে৷ বিপুল পরিমাণ সেই টাকা একটি বা দু’টি অ্যাকাউন্টে রাখার ঝুঁকি নিচ্ছেন না কেউ৷ কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আর্থিক লেনদেন সম্পর্কে রিপোর্ট যাবে আয়কর দফতরে৷ আড়াই লক্ষের বেশি টাকা একটি অ্যাকাউন্টে একদিনে জমা দিতে গেলেই প্রশ্নের মুখে পড়তে হবে৷ টাকা বাঁচাতে তাই বিভিন্ন ক্লাবের সদস্যদের অ্যাকাউন্টে সরানোর পরিকল্পনা চলছে৷ তবে এই ভাবনা খুব একটা কাজে আসছে না৷ প্রলোভন এড়িয়ে যাচ্ছেন বেশিরভাগ গ্রাহক৷ স্পষ্টত তাঁরা জানিয়ে দিচ্ছেন, অন্য লোকের টাকা রাখতে গিয়ে বিপদ আসতে পারে৷ আয়কর দফতর ডেকে পাঠালে তখন টাকার আসল মালিক স্বীকার করবেন না৷ তাহলে শুধু শুধু বিপদ বাড়াব কেন?

The post খাতির বাড়ছে কাজের মাসিদের, আসছে লাখপতি হওয়ার টোপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement