shono
Advertisement

Breaking News

Murshidabad

জাফরাবাদে বাবা-ছেলে খুনে ফরাক্কা থেকে গ্রেপ্তার নুরুলই মূল অভিযুক্ত! ধৃত বেড়ে ১০

২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 06:47 PM May 03, 2025Updated: 06:47 PM May 03, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা: সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত-সহ ২। শনিবার মূল অভিযুক্ত নুরুল শেখ ও সাবা করিম নামে দু'জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। নুরুলকে ফরাক্কা থেকে ও করিমকে জঙ্গিপুর থেকে গ্রেপ্তার করা হয়। জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির নুরুল সামশেরগঞ্জ থানার শুলিতলা-পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর। খুনের ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। এরপর গ্রেপ্তারি এড়ানোর জন্য বারবার আস্তানা বদল করছিল অভিযুক্ত। অবশেষে শনিবার সকালে ফরাক্কার একটি গোপন ডেরা থেকে নুরুলকে গ্রেপ্তার করে সিট। তদন্তে নেমে ধৃতদের জেরা করে তদন্তকারী জানতে পেরেছে ধৃত নুরুল নিজে বাবা-ছেলেকে খুন করে। খুনের ঘটনার পর এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিক ও 'সিট'-এর সদস্যরা। একটি ফুটেজে নুরুলকে মৃত বাবা-ছেলের বাড়ির কাছে তরোয়াল হাতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। জোড়া খুনের ঘটনা এর আগে যে সাতজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একাধিক অভিযুক্ত জাফরাবাদে খুনের ঘটনায় নুরুলের প্রত্যক্ষভাবে যুক্ত থাকার কথা বলেছে বলে দাবি করেছে তদন্তকারীরা। শুক্রবার রাত থেকে শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে হাওড়া স্টেশনে জব্বলপুর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ইকবাল শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুজনকে গ্রেপ্তার করা হল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, "গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানা এলাকা থেকে নুরুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করার হয়েছে। ওই যুবক জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে।"

উল্লেখ্য, মুর্শিদাবাদের অশান্তির সময় জাফরাবাদে বাবা-ছেলেকে বাড়ি থেকে টেনে গিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য। তারাই তদন্ত করছে। এপর্যন্ত মোট ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা তাঁর। রাজ্যের প্রশাসনিক প্রধানের সফরের আগে পুলিশের জালে মূল অভিযুক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামশেরগঞ্জের জাফরাবাদে গ্রামে বাবা-ছেলেকে খুনের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত-সহ ২।
  • শনিবার মূল অভিযুক্ত নুরুল শেখ ও সাবা করিম নামে দু'জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ।
  • নুরুলকে ফরাক্কা থেকে ও করিমকে জঙ্গিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement