shono
Advertisement
MAKAUT professor

'একবারও পড়ুয়াদের কথা ভেবেছেন...', ভিডিও শেয়ার না করার অনুরোধ ম্যাকাউটের সেই অধ্যাপিকার

আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 02:16 PM Jan 30, 2025Updated: 03:41 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে! ম্যাকাউটের হরিণঘাটায় মেইন ক্যাম্পাসের ওই ভিডিও বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। সেই ইস্যুতেই এবার পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য, তাঁদের উপর তৈরি হওয়া চাপ ও কেরিয়ারের কথা বলে ভিডিও শেয়ারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অধ্যাপিকা। নিজে আইনি পদক্ষেপও নিচ্ছেন বলে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

ভিডিও বার্তায় অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কে, কেন ভিডিও ভাইরাল করেছে তা তিনি জানেন না। এতে তাঁর মানহানি হচ্ছে। তিনি বিষয়টি সামলে নিলেও পড়ুয়াদের উপর প্রভাব পড়ছে। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে সরব তিনি। পায়েলের কথায়, "ভিডিওটি একটি নাটকের অংশ। আরও অনেক নাচ-গানের ভিডিও আছে সেগুলি ভাইরাল হয়নি। কিন্তু মিথ্যা, বেসলেস ভিডিও নিয়ে মাতামাতি করা হচ্ছে। এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। ওঁদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ছে। কেরিয়ারের প্রভাব পড়বে। একবারও কি পড়ুয়াদের কথা ভাবা হয়েছে? ওদের কী হবে? আপনারা আলোচনা করছেন এটা সময় নষ্ট ছাড়া কিছুই নয়।"

তাঁর আরও আবেদন, "আপানাদের কাছে ভিডিওটি আসলে রিপোর্ট করুন। শেয়ার করবেন না, অনুরোধ রইল।" পাশাপাশি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ভরসা প্রকাশ করে বলেছেন, "এই ভিডিওর জন্য আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। যা জানানোর কর্তৃপক্ষকে জানাব, আমি আশা করি বিশ্ববিদ্যালয় বিষয়টি বুঝবে। আমার ভরসা আছে।"

মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান। পাশে দাঁড়িয়ে প্রথম বর্ষের এক ছাত্র। বিভাগীয় প্রধানের গলায় রয়েছে মালাও। ছাত্র সিঁদুর পরিয়ে দিলেন অধ্যাপিকাকে। এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই জানা যায়, ভিডিওয় যে পড়ুয়াকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি বিভাগীয় প্রধানের বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে! ম্যাকাউটের হরিণঘাটায় মেইন ক্যাম্পাসের ওই ভিডিও বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে তুঙ্গে বিতর্ক
  • সেই ইস্যুতেই এবার পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও তাঁদের উপর তৈরি হওয়া চাপের কথা বলে ভিডিও শেয়ারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অধ্যাপিকা।
  • নিজে আইনি পদক্ষেপও নিচ্ছেন বলে একটি খোলা ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
Advertisement