shono
Advertisement
Malbazar

মোবাইলকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অশান্তি, বাজার যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে উধাও বধূ!

সোশাল মিডিয়ার সূত্র ধরে কোনও সম্পর্কে জড়িয়ে পড়িয়েছিলেন বধূ? নাকি উধাও কাণ্ডের নেপথ্যে অন্য কিছু?
Published By: Tiyasha SarkarPosted: 09:01 PM Jan 15, 2026Updated: 09:01 PM Jan 15, 2026

মোবাইল নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি! তারপর বাজার যাওয়ার কথা বলে মেয়ে কোলে নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন বধূ। তিনদিন পেরিয়ে গেলেও ঘরে ফেরেননি তিনি। বন্ধ মোবাইলও। স্ত্রী-সন্তানের চিন্তায় ঘুম উড়েছে গৃহকর্তার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মাল ব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনির আইটিআই কলেজ সংলগ্ন এলাকায়। কিন্তু কোথায় গেলেন বধূ? তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রতিদিনের মতোই বাজারে যাওয়ার প্রস্তুতি নেন রেখা সরকার নামে ওই বধূ। কোলে ছিল তাঁর ছোট মেয়ে। বাড়িতে রেখে যান ছেলেকে। যাওয়ার আগে ছেলের হাতে ১০০ টাকা দিয়ে বলেন, “আমি একটু পরেই ফিরে আসব।” কিন্তু সেই ‘একটু পরেই’ আর বাস্তবে রূপ নেয়নি। বেলা গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত, কিন্তু মা ও মেয়ের কোনও খোঁজ না পেয়ে উদ্বেগ বাড়তে থাকে। স্বামী সদাই সরকার সকালে কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। স্ত্রীর মোবাইলে প্রথম রিং হলেও পরে সুইচ অফ হয়ে যায়।

চোখের জল ধরে রাখতে না পেরে সদাই সরকার জানান, “কোনওদিন ভাবিনি এটাই ওদের সঙ্গে শেষ দেখা হবে। ও যদি কোথাও থাকে, শুধু একবার ফোন করুক। আমি নিজে গিয়ে ওদের ফিরিয়ে আনব।” পরিবারের দাবি, কয়েকদিন আগে মোবাইল ফোন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। ননদ দীপা সরকার জানান, রাতে তাঁর মেয়ে লক্ষ্য করে যে রেখা সরকারের ফেসবুক অ্যাকাউন্ট অনলাইন ছিল। মেসেজ পাঠানো হলেও কোনও উত্তর মেলেনি। তবে কি সোশাল মিডিয়ার সূত্র ধরে কোনও সম্পর্কে জড়িয়ে পড়িয়েছিলেন বধূ? নাকি উধাও কাণ্ডের নেপথ্যে অন্য কিছু, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement