shono
Advertisement
Canning

নাবালককে কামড় ঘোড়ার! হাড়হিম কাণ্ডে ক্যানিংয়ে জোর শোরগোল

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
Published By: Sayani SenPosted: 07:51 PM Jan 15, 2026Updated: 07:51 PM Jan 15, 2026

পরপর বেশ কয়েকটি ঘোড়া ছুটে চলেছে। পিঠে বসে ঘোড়সওয়ারিরা। আচমকা এক নাবালক ঘোড়সওয়ার পড়ে যাচ্ছে। সেই অবস্থায় ঘোড়ার মুখে বনবন করে কয়েকশো মিটার যাচ্ছে সে। এমনই হাড়হিম করা কাণ্ড ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আমতলার মাস্টারপাড়া এলাকায়। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

ঘটনা গত মঙ্গলবারের। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আমতলার মাস্টারপাড়ায় ঘোড়াদৌড়ের আয়োজন করা হয়। সেখানেই ঘটে বিপত্তি। আচমকা একটি ঘোড়া অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছুটে চলা ঘোড়ার পিঠে বসে থাকা এক নাবালককে কামড়ে তুলে দেয় অন্য ঘোড়া। মুখে ঝুলন্ত অবস্থায় কয়েকশো মিটার এগিয়েও যায় নাবালক। সেই সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার চেঁচামেচি শুরু করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যে নাবালককে মাটিতে ফেলে দিয়ে শান্ত হয় ঘোড়াটি।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই অসুস্থ নাবালক। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। ঘোড়াটি কেন এমন আচরণ করল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘোড়দৌড়ের আয়োজক থেকে স্থানীয় সকলেই আতঙ্কিত। পশুবিশেষজ্ঞদের মতে, মূলত চারটি কারণে ঘোড়া কামড়াতে পারে। প্রাধান্য প্রতিষ্ঠা, ভয় বা অস্বস্তি, ভুল প্রশিক্ষণের ফলে বদভ্যাস, খিদে পেলে এমন কামড় দিতে পারে। ক্যানিংয়ের ঘটনায় সম্ভবত ভয় বা আতঙ্ক থেকে এমন আচরণ করেছে সে। ঘোড়া কামড়ের ফলে জলাতঙ্ক রোগের আশঙ্কা থাকে। তাই চিকিৎসকদের পরামর্শ, ঘোড়া কামড়ের পর সচেতন হওয়া প্রয়োজন। উপযুক্ত চিকিৎসা না হলে বড়সড় ক্ষতি হতে পারে বলেই মত চিকিৎসকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement