shono
Advertisement

‘বেছে বেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ’, প্রশাসনিক বৈঠকে পুলিশকে তোপ মমতার

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় পূর্ত দপ্তরের কাজের সমালোচনায় মুখ্যমন্ত্রী৷ The post ‘বেছে বেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ’, প্রশাসনিক বৈঠকে পুলিশকে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:26 PM Sep 25, 2019Updated: 03:27 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ করত বিরোধীরা, বুধবার সেই একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, বেছে বেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে৷ শাসকদলের কর্মীদের হেনস্তা করা হচ্ছে৷ কিন্তু বিরোধী দলের অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷

Advertisement

[ আরও পড়ুন: সন্তান চুরির আশঙ্কা, চোর ধরতে ব্রহ্মপুত্র মেল থেকে ঝাঁপ মহিলার ]

পাশাপাশি, এদিন বৈঠকের শুরুতে নির্দিষ্ট সংখ্যা দিয়ে পূর্ত দপ্তরের কাজের এবং দুই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পূর্ত দপ্তরের কাজ নিয়ে ৭০৬টি অভিযোগ দায়ের হয়েছে৷ পিডব্লুডি’র কাজে গাফিলতি হচ্ছে৷ সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ রাস্তাঘাট নিয়ে৷ ৩০৬টি অভিযোগ এসেছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ পুলিশের কাজে গাফিলতি রয়েছে৷ অভিযোগ জানাতে এলে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে৷ ছ’মাসের তথ্য আমার কাছে রয়েছে৷’’ অন্যদিকে পুলিশ-প্রশাসনের এই গাফিলতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ একহাত নেন মেদিনীপুরের আইসিকে৷ পাশাপাশি, ঘটাল, কেশপুর, পিংলা, পাঁশকুড়া ও বাঁকুড়া-ঝাড়গ্রামের সীমান্তে অবস্থিত ঝিলিমিলি থানার বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি৷ এদিনের প্রশাসনিক বৈঠকে বিডিওদেরও কাজ নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ হুঁশিয়ারির সুরে জানান, বাংলা আবাস যোজনা লিখতে হবে৷ আবাস যোজনা লিখছেন না বিডিওরা৷ না লিখলে এবার ব্যবস্থা নেওয়া হবে৷ ঝাড়গ্রামের বিডিও অফিস থেকে বালি খাদান নিয়ে দুর্নীতি হচ্ছে৷ বিনপুর-১-এর বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে৷

[ আরও পড়ুন: ‘আপনি ধর্মান্ধ, আপনার ধর্ম বাম-বাদ’, উর্মিমালা বসুকে তোপ বাবুলের ]

নতুন ডিজিটাল রেশন কার্ড ও তাতে ভুল সংশোধনের সময়সীমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, এদিন তাও সমাধান করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘প্রথম ধাপে নতুন রেশন কার্ড ও সংশোধনের কাজ শেষ হবে ২৭ সেপ্টেম্বর৷ এরপর পুজো শুরু হয়ে যাবে৷ পুজোর পর আবার দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে ৫ নভেম্বর থেকে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত৷’’ এদিনের প্রশাসনিক বৈঠক থেকে আবার এনআরসি ইস্যুতেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রশাসন ও দলীয় কর্মীরা যাতে সাধারণ মানুষকে সাহায্য করেন, সেই পরামর্শ দেন৷ তিনি বলেন, ‘‘ভোটার তালিকায় নামের ভেরিফিকেশন চলছে৷ যারা ভোটার অফিসার রয়েছেন তারা অফিসে বসছেন না৷ আপনারা অফিসে বসুন৷ ভোটার তালিকায় মানুষকে নাম তুলতে সাহায্য করুন৷ পঞ্চায়েত সমিতির সভাপতিরা পাঁচদিন পঞ্চায়েতে বসুন৷ দু’দিন মানুষের কাছে যান৷ বিডিও, বিধায়করাও মানুষের কাছে যান৷’’ রেশন ও ভোটার কার্ডে নাম তুলে দেওয়াকে কেন্দ্র করে জেলায় জাল এজেন্ট চক্র তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ বিষয়টি পুলিশকে দেখার পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রেশন কার্ড ও ভোটার কার্ড করার নামে জাল এজেন্ট বেরিয়ে গিয়েছে৷ নাম তোলার জন্য বা সংশোধনের জন্য একা টাকা নিচ্ছে৷ এটা বেআইনি৷ পুলিশ নজরে রাখুন৷ এজেন্টরা কোনও রাজনৈতিক দলের সদস্য নয়৷ ’’

The post ‘বেছে বেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ’, প্রশাসনিক বৈঠকে পুলিশকে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার